ক্যাটার্হৃনি
৪ কোটি
বৎসর আগে,
সিমিফোর্মস ক্ষুদ্রবর্গের প্রাণীগুলো
দুটি উপক্ষুদ্রবর্গের
(Parvorder)
ভাগে ভাগ হয়ে যায়। এই ভাগের একটি হলো ক্যাটার্হৃনি।
ঊর্ধ্বক্রমবাচকতা {|
ক্যাটার্হৃনি
|
সিমিফর্ম্স |
হ্যাপ্লোর্হৃনি
|
প্রাইমেট
|
অমরাযুক্ত স্তন্যপায়ী
| স্তন্যপায়ী
|
মেরুদণ্ডী
| কর্ডেট
|
প্রাণী
| জীবসত্তা
| জীবন্তবস্তু
|
দৈহিক-লক্ষ্যবস্তু
|
দৈহিক সত্তা
|
সত্তা
|}
ইংরেজি:
Haplorrhini
ব্যাখ্যা: ক্যাটার্হৃনি
উপ-ক্ষুদ্র বর্গের প্রাণীকূল
চারটি ঊর্ধ-গোত্রে ভাগ করা হয়েছে। এই ভাগগুলো হলো-
Cercopithecoidea
Propliopithecoidea
Saadanioidea
হোমোনোইডে (Hominoidea): কোটি ৫০ লক্ষ বৎসর আগে ক্যাটারহৃনি নামক উপক্ষুদ্রবর্গ (Parvorder) থেকে প্রাচীন পৃথিবীর বানর পৃথক হয়ে যায়। মূল ধারায় থেকে যায় হোমোনোইডি নামক ঊর্ধ্বগোত্রের প্রাণীসমূহ।