হোমোনোইডে
কোটি ৫০ লক্ষ বৎসর আগে ক্যাটারহৃনি নামক উপক্ষুদ্রবর্গ (Parvorder) থেকে প্রাচীন পৃথিবীর বানর পৃথক হয়ে যায়। মূল ধারায় থেকে যায় হোমোনোইডি  নামক ঊর্ধ্বগোত্রের প্রাণীসমূহ।
ঊর্ধ্বক্রমবাচকতা {
হোমিনোইডে | ক্যাটার্‌হৃনি| সিমিফর্ম্‌স | হ্যাপ্লোর্‌হৃনি | প্রাইমেট | অমরাযুক্ত স্তন্যপায়ী | স্তন্যপায়ী | মেরুদণ্ডী | কর্ডেট | প্রাণী | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
ইংরেজি:
Hominoidea

ব্যাখ্যা: হোমোনোইডি ঊর্ধব গোত্রের প্রাণিকূল ১ কোটি ৮০ লক্ষ বৎসর পূর্বে এর একটি ভাগ হলো হোমিনিডি (Hominidae) গোত্রের প্রাণীসমূহ। অন্যভাগে রয়ে যায় Hylobatidae গোত্রের প্রাণীকূল