জন
বানান্ বিশ্লেষণ: জ্+অ+ন্+অ
উচ্চারণ:
ɟɔn (জন্)
শব্দ-উৎস: সংস্কৃত জন> বাংলা জন
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: জন্ (জন্মগ্রহণ করা)+ অ (অচ্), কর্তৃবাচ্য
পদ : বিশেষ্য

১. ঊর্ধ্বক্রমবাচকতা {হোমো | হোমোনিনি | হোমিনিডি | হোমোনোইডি | ক্যাটার্‌হৃনি | সিমিফর্ম্‌স | হ্যাপ্লোর্‌হৃনি | প্রাইমেট | অমরাযুক্ত স্তন্যপায়ী | স্তন্যপায়ী | মেরুদণ্ডী | কর্ডেট | প্রাণী | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা | }

অর্থ:
হোমিনিডি গোত্রের হোমো
(Homo) গণের যে কোন জীবিত বা বিলুপ্ত প্রজাতি, যারা বুদ্ধিমত্তার বিচারে শ্রেষ্ঠ, বাক্‌প্রত্যঙ্গ দ্বারা সৃষ্ট ভাষার সাহায্যে সুচারুরূপে মনের ভাব প্রকাশ করতে পারে এবং ভূমির উপর দুই পায়ে সরলভাবে দাঁড়াতে পারে। এরা নিজের বুদ্ধিমত্তা দ্বারা নিজেদের প্রয়োজনীয় জীবনধারণের উপকরণ প্রকৃতি থেকে সংগ্রহ করতে পারে এবং উপাদনসমূহ থেকে নানাবিধ উপকরণ তৈরি করতে পারে। উন্নত মানসিক ভাবনার দ্বারা চিত্তবিনোদনের জন্য নানাবিধ বিমূর্তভাবনা উপস্থাপন করতে পারে।

বৈজ্ঞানিক নাম:
Homo sapiens
           [বিস্তারিত : মানুষ [জীববিজ্ঞান]
উদাহরণ: জনগোষ্ঠী (মনুষ্যগোষ্ঠী), জনসমাজ
সমার্থক শব্দাবলি: আদম, আদমি, ইনসান, জন, নর, নৃ, মনুজ, মনুষ্য, মানব, মানুখ, মানুষ, লোক,  হোমো

২. ঊর্ধ্বক্রমবাচকতা {| ব্যক্তি | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা | }
অর্থ:

১. একক মানবসত্তা।
সমার্থক শব্দাবলি: জন  ব্যক্তি, মানুষ, লোক।
উদাহরণ: অন্ধজনে দেহ আলো, মৃতজনে দেহ প্রাণ। [গীতবিতান, পূজা ১১৪। রবীন্দ্রনাথ ঠাকুর]
ইংরেজি: person, individual, someone, somebody, mortal, soul

২. কর্মে নিয়োজিত ব্যক্তি।
সমার্থক শব্দাবলি: কামলা, জন, মজুর, শ্রমিক।
উদাহরণ: জন খাটানো।
ইংরেজি:
worker

৩. ঊর্ধ্বক্রমবাচকতা { মনুষ্যদল | দল | বিমূর্তন | বিমূর্তসত্তা | সত্তা | }
অর্থ: একটি ভৌগোলিক বা রাষ্ট্রীয় পরিমণ্ডলে সমগ্র জনগোষ্ঠীকে সাধারণভাবে উপস্থাপিত করা হয়।
উদাহরণ: জনকল্যাণ, জনকল্যাণকর ইত্যাদি।
ইংরেজি:
public
যুক্তশব্দ
পূর্বপদ: জনকল্যাণ, জনকল্যাণকর, জনগোষ্ঠী, জনক্ষয়, জনচক্ষু, জনজৌলুস, জনতন্ত্র, জননায়ক, জননায়ক, জনপদ, জনপাদ, জনপ্রবাদ, জনপ্রাণী, জনমানব, জনপ্রিয়, জনবল্লভ, জনবহুল, জনবাদ, জনবিরল, জনভূয়ষ্ঠী, জনমজুর, জনমত, জনমন, জনমর্দ, জনমানবশূন্য, জনমানবিক, জনযুদ্ধ, জনরব, জনলোক, জনশিক্ষা, জনশূন্য, জনশ্রুতি, জনশ্রুত, জনশ্রুতি, জনসঙ্ঘ, জনসংভরণ, জনসম্ভরণ, জনসমাজ, জনসমুদ্র, জনসাধারণ, জনসেবা, জনস্থান, জনস্রোত, জনহিত, জনহীন, জনারণ্য, জনাশ্রয়।

পূর্বপদ: অন্ধজন, আপনজন।

সূত্র: