আদমি
বানান্ বিশ্লেষণ: আ+দ্+ম্+ই
উচ্চারণ:
ad̪.mi (আদ্.মি)।
শব্দ-উৎস: আরবি আদম> বাংলা আদম +ই ।
ইহুদি, খ্রিষ্টান ও ইসলাম ধর্ম মতে আদম ছিলেন প্রথম পুরুষ মানুষ। তারপরে সৃষ্টি করা হয় তাঁর স্ত্রী হাওয়া। এই আদি দম্পতির উত্তর-প্রজন্মের সকল সদস্য আদমের বংশধর হিসেবে বিবেচনা করা হয়। আদমের সন্তান হিসেবে মানুষের অপর নাম আদমি।

পদ : বিশেষ্য

১. ঊর্ধ্বক্রমবাচকতা {হোমো | হোমোনিনি | হোমিনিডি | হোমোনোইডি | ক্যাটার্‌হৃনি | সিমিফর্ম্‌স | হ্যাপ্লোর্‌হৃনি | প্রাইমেট | অমরাযুক্ত স্তন্যপায়ী | স্তন্যপায়ী | মেরুদণ্ডী | কর্ডেট | প্রাণী | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা | }

অর্থ: হোমিনিডি গোত্রের হোমো (Homo) গণের যে কোন জীবিত বা বিলুপ্ত প্রজাতি, যারা বুদ্ধিমত্তার বিচারে শ্রেষ্ঠ, বাক্‌প্রত্যঙ্গ দ্বারা সৃষ্ট ভাষার সাহায্যে সুচারুরূপে মনের ভাব প্রকাশ করতে পারে এবং ভূমির উপর দুই পায়ে সরলভাবে দাঁড়াতে পারে। এরা নিজের বুদ্ধিমত্তা দ্বারা নিজেদের প্রয়োজনীয় জীবনধারণের উপকরণ প্রকৃতি থেকে সংগ্রহ করতে পারে এবং উপাদনসমূহ থেকে নানাবিধ উপকরণ তৈরি করতে পারে। উন্নত মানসিক ভাবনার দ্বারা চিত্তবিনোদনের জন্য নানাবিধ বিমূর্তভাবনা উপস্থাপন করতে পারে।

বৈজ্ঞানিক নাম : Homo sapiens [ বিস্তারিত: মানুষ [জীববিজ্ঞান]

সমার্থক শব্দাবলি:
আদম, আদমি, ইনসান, জন, জনমানব, নর, নৃ, মনুজ, মনুষ্যমানব, মানবজাতি, মানুখ, মানুষ, লোক, হোমো

২. ঊর্ধ্বক্রমবাচকতা { বৈবাহিক পক্ষ | বৈবাহিক সূত্রে আত্মীয় | আত্মীয় | ব্যক্তি | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা|}
সমার্থক শব্দাবলি: আদমি, খসম, পতি, ভাতার, মরদ, স্বামী।
উদাহরণ : আমি যা হ্‌ই ভাই, আমার আদমি এ কথা টের পাল্যি আমাগো দুজনকেই গলা টিপে মেরে ফেলবে। [বুড়ো সালিকের ঘাড়ে রোঁ/ মধুসূদন দত্ত]