জনমানব 
বানান বিশ্লেষণ :
জ্+অ+ন্+অ+ম্+আ+ন্+অ+ব্+অ।
উচ্চারণ: ɟɔ.no.ma.nob
(জ.নো.মা.নোব্)।
শব্দ-উৎস: 
সংস্কৃত
जन
(জন)>বাংলা
জন
+
সংস্কৃত मानव (মানব)>বাংলা 
মানব।
রূপতাত্ত্বিক 
বিশ্লেষণ: 
জন {√জন্ (জন্মগ্রহণ করা)+অ (অচ্), কর্তৃবাচ্য} + মানব {মনু + অ (অণ্), (অপত্যার্থে)}
জন (একজনও মানুষ অর্থে) ও মানব (একার্থক)/দ্বন্দ্ব সমাস।
পদ : বিশেষ্য
সূত্র :