নরজাতি
বানান বিশ্লেষণ : ন্+অ+র্+অ+জ্+আ+ত্+ই।
উচ্চারণ:
nɔ.ro. ɟa.i (ন.রো.জা.তি)

নর =নরো (পৃথকভাবে নর্ একাক্ষর তৈরি, কিন্তু জাতি শব্দের সাথে সমাসবদ্ধ হওয়ার কারণে এই উচ্চারণ নরো হয়।)

জা =জা (জা একাক্ষর তৈরি করেছে।)

তি=তি (তি একাক্ষর ধ্বনির সৃষ্টি করে)

শব্দ-উৎস: সংস্কৃত नर নর>বাংলা নর +সংস্কৃত छाति (জাতি)> বাংলা জাতি
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

নর {নৄ  (পাওয়া) +অ (অচ্), কর্তৃবাচ্য}+ জাতি {জন্  (জন্মগ্রহণ করা) +তি (ক্তিন্), ভাববাচ্য}
নরের জাতি/ষষ্ঠী তৎপুরুষ সমাস

পদ : বিশেষ্য
১. ঊর্ধ্বক্রমবাচকতা  { | হোমো | হোমোনিড | প্রাইমেট | অমরাযুক্ত প্রাণী | স্তন্যপায়ী | মেরুদণ্ডী | কর্ডাটা | প্রাণী | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}

অর্থ : হোমিনিডি গোত্রের হোমো (Homo) গণের যে কোন জীবিত বা বিলুপ্ত প্রজাতি, যারা বুদ্ধিমত্তার বিচারে শ্রেষ্ঠ, বাক্‌প্রত্যঙ্গ দ্বারা সৃষ্ট ভাষার সাহায্যে সুচারুরূপে মনের ভাব প্রকাশ করতে পারে এবং ভূমির উপর দুই পায়ে সরলভাবে দাঁড়াতে পারে। এরা নিজের বুদ্ধিমত্তা দ্বারা নিজেদের প্রয়োজনীয় জীবনধারণের উপকরণ প্রকৃতি থেকে সংগ্রহ করতে পারে এবং উপাদনসমূহ থেকে নানাবিধ উপকরণ তৈরি করতে পারে। উন্নত মানসিক ভাবনার দ্বারা চিত্তবিনোদনের জন্য নানাবিধ বিমূর্তভাবনা উপস্থাপন করতে পারে।  বৈজ্ঞানিক নাম : Homo sapiens
           বিস্তারিত :
মানুষ [জীববিজ্ঞান]  

সমার্থক শব্দাবলি: আদমি,
ইনসান, নর, নরজাতি, নৃ, মনুজ, মনুষ্য, মনুষ্যজাতি. মানব, মানবজাতি, মানুষ, মানুষজাতি, হোম


সূত্র :