জাতি
বানান বিশ্লেষণ : জ্+আ+ত্+ই
উচ্চারণ: 
	ɟa.t̪i 
(জা.তি)।
শব্দ-উৎস: 
সংস্কৃত
 জাতি> বাংলা জাতি।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: √
জন্(জন্মগ্রহণ করা) +
তি 
(ক্তিন্),
ভাববাচ্য
পদ: 
বিশেষ্য
	 ১. অর্থ: বংশগতির সূত্রে সৃষ্ট-উৎস এবং তার আদ্য-পরিচয়, যারা দ্বারা কারো 
	আদ্য জন্ম-পরিচয় জ্ঞাপন করা যায়। 
সমার্থক শব্দাবলি: উৎপত্তি, জন্ম।
ইংরেজি:   
	birth, origin
	
উদাহরণ: মনুষ্যজাতি, 
	বাঙালি জাতি, নিগ্রোজাতি 
	
	২. অর্থ: 
	হিন্দু পৌরাণিক কাহিনী মতে- 
বৈদিক জনগণের আদি সামাজিক বিভাজনের চারটি জাতিগত নাম । এর প্রকৃত নাম- বর্ণ।
 ৩. অর্থ: 
	 সঙ্গীত শাস্ত্রে রাগের স্বর 
	সংখ্যাভিত্তিক শ্রেণি। 
	[জাতি, সঙ্গীতকোষ]
	৪. অর্থ: প্রাচীন ভারতে প্রচলিত শাস্ত্রীয় সঙ্গীতের একটি প্রকরণ। এই গানকে 
	জাতিগান বা জাতি রাগ বলা হয় 
	[জাতি 
	গান, সঙ্গীতকোষ]
	
 
 তথ্যসূত্র:
	- 
	
	নাট্যশাস্ত্র (চতুর্থ খণ্ড)। ভরত। বঙ্গানুবাদ: ডঃ সুরেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ও 
	ডঃ ছন্দা চক্রবর্তী। নবপত্র প্রকাশন।ডিসেম্বর ২০১৪।
- 
	
	বঙ্গীয় শব্দকোষ (প্রথম খণ্ড)। হরিচরণ বন্দ্যোপাধ্যায়। সাহিত্য অকাদেমী। 
	২০০১। 
- বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা 
	একাডেমী, ঢাকা, মার্চ ২০০৫।
- ভারতীয় সঙ্গীতের ইতিহাস । প্রথম 
	খণ্ড। স্বামী প্রজ্ঞানন্দ
- ভারতীয় 
	সঙ্গীতকোষ। শ্রীবিমলাকান্ত রায়চৌধুরী। বৈশাখ ১৩৭২।
- রাগ ও 
	রূপ। স্বামী প্রজ্ঞানন্দ। জুলাই ১৯৯৯।
- সঙ্গীতশাস্ত্র।  
	ইন্দুভূষণ রায় (প্রথম, দ্বিতীয়, তৃতীয় খণ্ড)।
- সঙ্গীত পরিচিত 
	(উত্তরভাগ)। শ্রীনীলরতন বন্দ্যোপাধ্যায়। হসন্তিকা প্রকাশিকা। কলকাতা। ৪ঠা 
	এপ্রিল ১৯৭৯।