লোক
বানান্ বিশ্লেষণ: ল্+ও+ক্+অ
উচ্চারণ:
lok (লোক্)
শব্দ-উৎস: সংস্কৃত লোক> বাংলা লোক।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: √লোক্(দর্শন করা) + অ (ঘঞ্), কর্মবাচ্য পদ : বিশেষ্য
পদ : বিশেষ্য

১. ঊর্ধ্বক্রমবাচকতা {হোমো | হোমোনিনি | হোমিনিডি | হোমোনোইডি | ক্যাটার্‌হৃনি | সিমিফর্ম্‌স | হ্যাপ্লোর্‌হৃনি | প্রাইমেট | অমরাযুক্ত স্তন্যপায়ী | স্তন্যপায়ী | মেরুদণ্ডী | কর্ডেট | প্রাণী | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা | }
অর্থ: হোমিনিডি গোত্রের হোমো (Homo) গণের যে কোন জীবিত বা বিলুপ্ত প্রজাতি, যারা বুদ্ধিমত্তার বিচারে শ্রেষ্ঠ, বাক্‌প্রত্যঙ্গ দ্বারা সৃষ্ট ভাষার সাহায্যে সুচারুরূপে মনের ভাব প্রকাশ করতে পারে এবং ভূমির উপর দুই পায়ে সরলভাবে দাঁড়াতে পারে। এরা নিজের বুদ্ধিমত্তা দ্বারা নিজেদের প্রয়োজনীয় জীবনধারণের উপকরণ প্রকৃতি থেকে সংগ্রহ করতে পারে এবং উপাদনসমূহ থেকে নানাবিধ উপকরণ তৈরি করতে পারে। উন্নত মানসিক ভাবনার দ্বারা চিত্তবিনোদনের জন্য নানাবিধ বিমূর্তভাবনা উপস্থাপন করতে পারে।
বৈজ্ঞানিক নাম: Homo sapiens
           [বিস্তারিত : মানুষ [জীববিজ্ঞান]

সমার্থক শব্দাবলি: আদম, আদমি, ইনসান, জন, নর, নৃ, মনুজ, মনুষ্যমানব, মানুখ, মানুষ, লোক,  হোমো

    ১.হিন্দু দর্শনমতে বিশ্বব্রহ্মাণ্ডের অংশ বিশেষ বিভিন্ন হিন্দু গ্রন্থ মতে এই লোক সংখ্যা বিভিন্ন মানে পাওয়া যায়। যেমন-

    ১.১.১.সাধারণ অর্থে- ত্রিলোক : স্বর্গ, মর্ত ও পাতাল
    ১.১.২.
সপ্তলোক : ভূঃ, ভূবঃ, স্বঃ, মহঃ, জপ, তপ ও সত্য
   
১.১.৩. সাংখ্য ও বেদান্ত দর্শন মতে- অষ্টলোক : ব্রহ্মলোক, পিতৃলোক, সোমলোক, ইন্দ্রলোক, গন্ধর্বলোক, রাক্ষসলোক, যক্ষলোক, পিশাচলোক

    ১.১.৪. সুশ্রু মতে- দুই-লোক :
          .১.৪.১.  স্থাবর (বৃক্ষ, তৃণ, লতা) এই লোক দুইভাগে বিভক্ত
                                      
আগ্নেয় (উষ্ণ)
                                       খ
সৌম্য (শীত)

             অন্যমতে এই লোক পঞ্চভাগে বিভক্ত এই ভাগগুলো পঞ্চভূত নামে  পরিচিত এই ভূতগুলো হলো-ক্ষিতি, জল, অগ্নি, বায়ু ও আকাশ


          .১.৪.. জঙ্গম (পশু, পক্ষী, কীট, মানুষ) এই দুই লোকের মধ্যে উৎপত্তিগত দিক থেকে লোক চার প্রকার এই প্রকার চারটি হলো- স্বেদজ, অণ্ডজ, উদ্ভিজ্জ ও জরায়ুজ

১.১.৫. দিক নির্দেশনার বিচারে লোক আট প্রকার এই লোকগুলো হলো- পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, বায়ু, অগ্নি ও নৈঋত এই লোকের অধিপতিরা লোকপাল বা দিকপাল হিসাবে বিবেচিত হয়ে থাকেন

১.৩. কোন বিশেষ ব্যক্তি বা ব্যক্তিবর্গ অর্থে- জন, ব্যক্তি, লোক (ভালো লোক, মন্দ লোক, বিদেশী লোক)

২.বিশেষণ
২.১. সুনির্দিষ্ট কোন সমাজের ঐতিহ্যগত সাংস্কৃতিক  অবস্থান-নির্দেশক পরিচিতি। (লোককথা, লোককাহিনী, লোকগাথা, লোকপ্রবাদ, লোকসংস্কৃতি, লোকসঙ্গীত)
২.২. একটি রাষ্ট্র বা সমাজের অধীনস্থ জনসাধারণ, প্রজা (লোকগণনা, লোকচক্ষু, লোকজন, লোকপাল,লোক-প্রশাসন,  লোকবল, লোকরঞ্জন, লোকলজ্জা, লোকলস্কর, লোকশিক্ষা, লোকহিত, লোকেশ )
২.৩.
মনুষ্য জাতি অর্থে- নর, নৃ, মানব, মানুষ, মনুষ্য,
লোক (লোকচরিত্র, লোকসমাজ, লোকারণ্য, লোকালয়)।
২.৪. বিশ্বব্রহ্মাণ্ডের অংশ (লোকনাথ)
২.৫. সমাজ, গোষ্ঠী, গোত্র (লোকনিন্দা, লোক-অপবাদ, লোকপ্রসিদ্ধ, লোকপ্রসিদ্ধি)
২.৬. পার্থিব, পৃথিবীতে অবস্থান-সম্পর্কীয় (লোকলীলা, লোকোত্তর)