পরিবার  : আফ্রো-এশিয়াটিক ভাষা
উপ-পরিবার  : টিক 
গোষ্ঠী  : মধ্যঞ্চলীয় সেমিটিক
উপগোষ্ঠী  : দক্ষিণাঞ্চল
ভাষা  : আরবি

আরবি
বানান বিশ্লেষণ: +র্+ব্+ই।
উচ্চারণ:
[আর্‌বি] [arbi]
শব্দ-উৎস: আরবি عَرَبيْ ʿarabī=আরাবি>বাংলা আরবি।
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {| সেমেটিক | আফ্রো-এশিয়ান ভাষা | প্রাকৃতিক ভাষ | ভাষা | যোগাযোগ | বিমূর্তন | বিমূর্ত সত্ত | সত্তা |}
ইংরেজি: Arabic
অর্থ:
আফ্রো-এশীয় ভাষা পরিবার- এর সেমিটিক  ভাষা উপ-পরিবারের মধ্যাঞ্চলীয় গোষ্ঠীর অন্তর্গত দক্ষিণ উপগোষ্ঠীর একটি ভাষা। এই ভাষাটি হিব্রু এবং আরামাইক ভাষার নিকট-সম্পর্কীয়।

এই ভাষাটি প্রায় ২৭টি আঞ্চলিক প্রকরণে বিভক্ত। সব মিলিয়ে এই ভাষার জনসংখ্যা প্রায় ২৭ কোটি। এ ছাড়া ইসলাম ধর্মাবলম্বীদের দ্বারা এই ভাষা বিভিন্ন অ-আরবীয় ভাষার লোকদের মধ্যে প্রচলিত র‌য়েছে। রাষ্ট্রীয় ভাষা হিসাবে প্রচলিত রয়েছে যে সকল দেশে, সেগুলো হল আলজেরিয়া, ইয়েমেন, ইরাক, ইস্রাইল, ইরিত্রিয়া, ওমান, কাতার, কুয়েত, কোমোরোস, চাদ, জর্দান, জিবুতি, তিউনিশিয়া, বাহরাইন, মরক্কো, মিশর, মৌরিতানিয়া, লিবিয়া, লেবানন, সংযুক্ত আরব আমিরাত, সাহারা (পশ্চিমাঞ্চল), সিরিয়া, সুদান, সৌদি আরব।

ধারণা করা হয়, খ্রিষ্টীয় ষষ্ঠ শতাব্দীর পূর্বে আধুনিক আরবি ভাষার উদ্ভব হয়েছিল প্রাচীন উত্তর-আরবীয় আঞ্চলিক ভাষা থেকে। এই সময়ের কাছাকাছি সময় থেকে এই ভাষার লিখনরীতি আলাদ বৈশিষ্ট্য প্রকাশ পায়।

আরবি বর্ণমালা
আরবি বর্ণমালা একটি দীর্ঘ ক্রমবিকাশের সূত্রে বিকশিত হয়েছে। তবে এর প্রত্যক্ষ উত্তরপূরুষ হলো আরামিক বর্ণমালা। নিচে এর ক্রমবিকাশের ধারাটি উল্লেখ করা হলো।

প্রাগ-লিখন পদ্ধতি (Proto-writing system)
   মিশরীয় হাইরোগ্লিফিক বর্ণমালা
(
Egyptian hieroglyphic)
  
     প্রাগ্-সিনাত্তিক বর্ণমালা (Proto-Sinaitic alphabet)
            প্রাগ্-কনানিত বর্ণমালা (Proto-Canaanite alphabet)
               ফিনিসীয় বর্ণমালা (Phoenician alphabet)
                   আরামিক (Aramaic)
                      আরবি

মূলত খ্রিষ্টিয় ৪র্থ শতাব্দীর পরে আরামিক বর্ণমালা স্থানীয় আরবি ভাষাাষীদের দ্বারা পরিবর্তিত হয়ে আধুনিক আরবি বর্ণমালায় পরিণত হয়। পরিপূর্ণভাবে আরবি বর্ণামালার সেট গড়ে ওঠে  খ্রিষ্টীয় ৭ম শতাব্দীর দিকে। আরব এবং তৎসংলগ্ন বিশাল এলাকা জুড়ে এই ভাষার প্রচলনের কারণে, এর উপভাষার সংখ্যা যেমন প্রচুর, তেমনি বর্ণমালার সেটের পরিবর্তনও অঞ্চল বিশেষে লক্ষ্য করা যায়। এছাড়া অন্যান্য ভাষাভাষীদের কাছে আরবি ভাষায় কোরান প্রচারের জন্য লিখন পদ্ধতির পরিবর্তন ঘটেছে। তবে আদর্শ্ আরবি হরফ বলতে এর প্রাচীন রূপটিকেই বুঝায়। এই সেটে মোট ২৯টি বর্ণ রয়েছে। উল্লেখযোগ্য ওষ্ঠ বর্ণ 'প' এই বর্ণমালায় নাই। এছাড়া লিখন পদ্ধতির জন্য বহু সহায়ক চিহ্ন আছে।

আরবি ভাষা ছাড়া আরো অনেক ভাষার লিখন পদ্ধতি আরবি হরফধর্মী। যেমন- উর্দু, ফার্সী ইত্যাদি। এই সকল ভাষার ধ্বনিসমূহ এই হরফের সাহায্যে লিখতে গিয়ে- এ সকল বর্ণমালায় নূতন নূতন বর্ণচিহ্ন যুক্ত করতে হয়েছে। এই বর্ণমালার বর্ধিত বর্ণচিহ্নের সংখ্যা বিশাল আকার ধারণ করেছে। যেসকল ভাষায় এই বর্ধিত বর্ণ ব্যবহার করা হয়, সেগুলি হলো- আদিঘে, ইঙ্গুশ, উইঘুর, উর্দু, ওরমুরি, কাজাখ, কালামি, কাশ্মিরি, কিরঘিজ, কুর্দিশ, তিউনিশিও আরবি, দার্গোয়া, প্রাচীন মালয়, প্রাচীন হাওসা, পার্কারি, পোশতু, ফার্সি, বার্বার, বালুচি, মরোক্কো-আরবি, মাঘরিব-আরবি,  লাহান্ডা,  সিন্ধি। নিচের তালিকায় এই সকল বর্ধিত বর্ণচিহ্ন ছাড়া মূল আরবি হরফের নমুনা দেওয়া হলো।
 

আরবি বর্ণচিহ্ন নাম ইউনিকোড   আরবি বর্ণচিহ্ন নাম ইউনিকোড

؀

আরবি সংখ্যা চিহ্ন 0600  

؁

সানাহ 06021
؂ পাদটিকা চিহ্ন 0602  

؃

সাফহা 0603
ঘনমূল 0606  

চতুর্থমূল 0607
রে 0608  

প্রতিমিলে চিহ্ন 0609
প্রতি দশহাজর 060A  

আফগানি (মুদ্রা) 060B
، আরবি কমা 060C  

؍

তারিখ বিভেদক 060D
؎ কাব্যিক চিহ্ন 060E  

؏

মিস্র 060F
ؐ সাল্লালাহু আলাইহে ওয়াসাল্লাম 0610  

ؑ

আলাইহে আসসাল্লাম 0611
ؒ আরবি রাঃ 0612  

ؓ

আরবি রাদি আল্লাহু আনহু 0613
ؔ তাখাল্লুস 0614  

ؕ

ছোট উচ্চ তাহ 0615
ছোট উচ্চ লাম-ইয়াযুক্ত আলিফ 0616  

ছোট উচ্চ জইন 0617
ছোট ফাতাহ 0618  

ছোট উচ্চ দাম্মা 0619
ছোটো কাসরা 061A  

؛

আরবি সেমিকোলোন 061B
؞ ত্রিবিন্দুক যতিচিহ্ন 061E  

؟

প্রশ্নবোধক 061F
ء হামজা 0621  

آ

মদ্দা-ঊর্ধ্ব আলেফ 0622
أ হামজা ঊর্ধ্ব আলেফ 0623  

ؤ

হামজা-ঊর্ধ ওয় 0624
إ হামজা-নিম্ন আলেফ 0625  

ئ

হামজাসহ ইয়ে 0626
ا আলেফ 0627  

ب

বেহ 0628
ة তেহ মারবুতা 0629  

ت

তেহ 062A
ث থেহ 062B  

ج

জিম 062C
ح হাহ 062D  

خ

খাহ 062E
د দাল 062F  

ذ

থাল 0630
ر রেহ 0631  

ز

জইন 0632
س সীন 0633  

ش

শীন 0634
ص সাদ 0635  

ض

দাদ 0636
ط তাহ 0637  

ظ

জাহ 0638
ع আইন 0639  

غ

গাইন 063A
ঊর্ধ্ব-দ্বিবিন্দুক কেহেহ 063B  

নিম্ন-ত্রিবিন্দুক কেহেহ 063C
উল্টো vসহ ফারসি ইএহ 063D  

ঊর্ধ্ব-দ্বিবিন্দুক ইএহ 063E
ঊর্ধ্ব-ত্রিবিন্দুক ইএহ 063F  

ـ

তাতোয়েল 0640
ف ফে 0641  

ق

কাফ 0642
ك        কাফ 0643  

ل

লাম 0644
م মীম 0645  

ن

নূন 0646
ه হে 0647  

و

ওয় 0648
ى আলেফ মাকসুরা 0649  

ي

ইএহ 064A
ًٙ ফাথান 064B  

ٌ

ডাম্মাতান 064C
ٍ কাসরাতান 064D  

َ

ফাতাহ 064E
ُ দাম্মা 064F  

ِ

কাসরা 0650
 ّ শাদ্দা 0651  

ْ

সুকুন 0652
ٓ ঊর্ধ্ব-মধ্যা 0653  

ٔ

ঊর্ধ্ব-হামজা 0654
ٕ নিম্ন হামজা 0655  

ٖ

অধলিপি আলেফ 0656
ٗ উল্টো দাম্মা 0657  

 

   

আরবি অঙ্ক চিহ্ন

আরবি অংকচিহ্ন নাম ইউনিকোড   আরবি অংকচিহ্ন নাম ইউনিকোড

٠

শূন্য 0660

١

এক 0661
٢ দুই 0662

٣

তিন 0663
٤ চার 0664

٥

পাঁচ 0665
٦ ছয় 0666

٧

সাত 0667
٨ আট 0668

٩

নয় 0669