মধ্যাঞ্চলীয় সেমিটিক (Central Semetic): এই গোষ্ঠীর ভাষার সংখ্যা মোট ৫৭টি। এই ৫৭টি ভাষাকে মোট ২টি উপগোষ্ঠীতে ভাগ করা হয়েছে। এই ভাগগুলি হলো−
আরামাইক (Aramaic)
দক্ষিণ (South)
দক্ষিণাঞ্চলীয় সেমেটিক (South Semetic): দক্ষিণাঞ্চলীয় সেমেটিকের ভাষা সংখ্যা ২০টি। এই ভাষা দুটি উপগোষ্ঠীতে বিভাজিত। এই উপগোষ্ঠী দুটি হলো−
ইথিওপিয়ান (Ethiopian)
দক্ষিণ আরবীয় (South Arabian)
সূত্র :
http://www.ethnologue.com/