প্রাকৃতিক ভাষা
লিখিত বা
মৌখিকভাবে যোগাযোগের জন্য যে ভাষা ব্যবহার করে থাকে।
ঊর্ধ্বক্রমবাচকতা
{ | প্রাকৃতিক ভাষা |
ভাষা |
যোগাযোগ |
বিমূর্তন |
বিমূর্ত সত্তা |
সত্তা |
}
ইংরেজি:
language, linguistic communication
ব্যাখ্যা:
মানুষ
প্রাকৃতিকভাবে যে ভাষা ব্যবহার করে থাকে। দীর্ঘকালের ক্রমবিবর্তনের ধারায় ভাষা
নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে জাতি বা গোষ্ঠীর ভিতরে বিকশিত হয়। এই ভাষাকে বলা প্রাকৃতিক
ভাষা।
ভাষাবিজ্ঞানীরা মানুষের সমুদয় প্রকৃতিক ভাষাকে কয়েকটি পরিবারে ভাগ করেছেন। যেমন-
(Austro -Asiatic Language
Family)
এশিয়া ও আফ্রিকার ভাষাসমূহ নিয়ে গঠিত একটি বৃহৎ ভাষা পরিবার
ইন্দো-ইউরোপীয় ভাষা
(Indo-European Language Family)
:
ভারত, পারশ্য, ইউরোপ জুড়ে ছড়িয়ে থাকা ভাষাসমূহের পরিবার