ইন্দো-ইউরোপীয় ভাষা
প্রায় ৩৫০০ খ্রিষ্ট-পূর্বাব্দের দিকে
উৎপন্ন একটি ভাষা, যা ১০০০ খ্রিষ্ট-পূর্বাদের দিকে এশিয়ার দক্ষিণপশ্চিম ও দক্ষিণাংশ এবং
ইউরোপে ছড়িয়ে পড়ে এবং স্থানীয় নানান ভাষার সৃষ্টি হয়। এই সকল ভাষার সমষ্টি বা
পরিবার ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবার নামে অভিহিত হয়ে থাকে।
ঊর্ধ্বক্রমবাচকতা
{ ইন্দো-ইউরোপীয় ভাষা |
প্রাকৃতিক ভাষা |
ভাষা |
যোগাযোগ |
বিমূর্তন |
বিমূর্ত সত্তা |
সত্তা |
}
ইংরেজি:
Indo-European, Indo-European language, Indo-Hittite
ব্যাখ্যা:
ইন্দো-ইয়োরোপীয় ভাষা
পরিবার থেকে উৎপন্ন হয়েছে বহুভাষা। যেমন−
(Anatolian, Anatolian language)
ইন্দো-ইউরোপিয়ান
ভাষার একটি বিলুপ্ত
শাখা
ইতালিক ভাষা
(Italic, Italic language):
ইন্দো-ইউরোপীয় ভাষার একটি শাখা।
ইন্দো-ইরানিয়ান ভাষা
(Indo-Iranian, Indo-Iranian language):
খ্রিষ্টপূর্ব ২৫০০ অব্দের ভিতরে এই ভাষা পরিবারের জনগোষ্ঠীর একটি অংশ অংশ
ইউরোপের দিকে চলে যায়। অবশিষ্ট অংশের মূল ধারা ইরানের দিকে চলে যায়। ইরানের
দিকে আগত জনগোষ্ঠীর ভাষার নামকরণ করা হয়েছে ইন্দো-ইরানীয়ান ভাষা।
জার্মানিক ভাষা
( Germanic, Germanic language):
ইন্দো-ইউরোপীয় ভাষার একটি শাখা।