ইন্দো-ইউরোপীয় ভাষা
প্রায় ৩৫০০ খ্রিষ্ট-পূর্বাব্দের দিকে উৎপন্ন একটি ভাষা, যা ১০০০ খ্রিষ্ট-পূর্বাদের দিকে এশিয়ার দক্ষিণপশ্চিম ও দক্ষিণাংশ এবং ইউরোপে ছড়িয়ে পড়ে এবং স্থানীয় নানান ভাষার সৃষ্টি হয়। এই সকল ভাষার সমষ্টি বা পরিবার ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবার নামে অভিহিত হয়ে থাকে।
ঊর্ধ্বক্রমবাচকতা { ইন্দো-ইউরোপীয় ভাষা | প্রাকৃতিক ভাষা | ভাষা | যোগাযোগ | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা | }
ইংরেজি:
Indo-European, Indo-European language, Indo-Hittite
ব্যাখ্যা: ইন্দো-ইয়োরোপীয় ভাষা পরিবার থেকে উৎপন্ন হয়েছে বহুভাষা। যেমন−