আনাতোলিয়ান ভাষা
ইন্দো-ইউরোপিয়ান ভাষার একটি বিলুপ্ত শাখা
ঊর্ধ্বক্রমবাচকতা { আনাতোলিয়ান ভাষা । ইন্দো-ইউরোপীয় ভাষা | প্রাকৃতিক ভাষা | ভাষা | যোগাযোগ | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা | }
ইংরেজি:
Indo-European, Indo-European language, Indo-Hittite
ব্যাখ্যা: তুরস্কের আনাতোলি অঞ্চলে প্রচলিত প্রাচীন ভাষা। এই ভাষা থেকে ইন্দো ইন্দো-ইউরোপীয়ান ভাষা পরিবারের উদ্ভব হয়েছিল।