আফ্রো-এশিয়াটিক ভাষা পরিবার
ইংরেজি:
Afro-Asiatic Language Family
মানুষের কথিত ভাষার একটি অন্যতম পরিবার। 

প্রায় ২ লক্ষ বৎসর
আফ্রিকা মহাদেশের উত্তর-পূর্বাঞ্চলের ইথিওপিয়া এবং তৎসংলগ্ন অঞ্চলে আধুনিক
Homo sapiens (হোমো স্যাপিয়েন্স)-এর আবির্ভাব ঘটে। প্রায় ১ লক্ষ ৯৫ হাজার বৎসর আগে আফ্রিকার উৎপত্তিস্থল অন্যত্র ছড়িয়ে পড়া শুরু করে। ১ লক্ষ ২৫ হাজার বৎসরের দিকে এরা ইথিওপিয়া সংলগ্ন ইরিত্রিয়া, সুদান এবং মিশরের দিকে ছড়িয়ে পড়া শুরু করে। এরপর পর্যায়ক্রমে অন্যান্য মানুষ এশিয়ায় ও ইউরোপের দিকে চলে আসে। এর ভিতরে আফ্রিকা এবং এশিয়া অঞ্চলের মানুষের প্রগৈতিহাসিক ভাষা থেকে জন্ম নিয়েছিল প্রাগ্-আফ্রো-এশিয়াটিক ভাষা। ধারণা করা হয়, খ্রিষ্টপূর্ব ১৬০০০-৮০০ অব্দের ভিতরে, এশিয়ার মধ্যপ্রাচ্য এবং উত্তর-পূর্ব আফ্রিকার বিশাল অঞ্চল জুড়ে প্রাগ্-আফ্রো-এশিয়াটিক ভাষায় কথা বলতো। তখন এই অঞ্চলে এই ভাষা ব্যতীত অন্যকোনো ভাষার অস্তিত্ব ছিল না। এই ৮০০ বৎসরের ব্যবধানে এই অঞ্চলের মানুষের ভাষা পরিবর্তন হতে হতে, অঞ্চলভেদে নানা রূপ লাভ করে। ৭৫০-৭০০ খ্রিষ্টাব্দের দিকে এই অঞ্চলের ভাষাগুলোর ভাষাগুলো আদিম রূপ লাভ করে। বিষা বিজ্ঞানীরা এই ভাষাসমূহের পরিবারগত নাম দিয়েছেন 'আফ্রো-এশিয়াটিক ভাষা পরিবার'। ১৮৬০ খ্রিষ্টাব্দের দিকে জার্মান বিজ্ঞানী Karl Richard Lepsius এই ভাষা পরিবারের নামকরণ করেছিলেন Hamito-Semitic। আফ্রিকা এবং এশিয়া অঞ্চলের ভাষা পরিবার হওয়ার কারণে ১৯১৪ খ্রিষ্টাব্দে ফরাসি ভাষাবিজ্ঞানী Maurice Delafosse, এর নাম করেন করেন আফ্রো-এশিয়াটিক ভাষা পরিবার।

ethnologue languge of the world-এর গবেষণা মতে এই পরিবারের মোটা ভাষার সংখ্যা ৩৭৫টি। এই ভাষাগুলো ছড়িয়ে আছে মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা, হর্ন অফ আফ্রিকা এবং সাহেল-এর কিছু অংশে। এই ভাষা পরিবারের  উল্লেখযোগ্য ভাষাগুলো হলো আরবি হাউসা, ওরোমো, সোমালি, হিব্রু, আরামাইক। বর্তমানে এই ভাষা পরিবারের সদস্য হিসেবে যে সকল বিলুপ্ত ভাষাকে ধরা হয়, যেগুলো হলো প্রাচীন মিশরীয় ভাষা, আক্কাদিয়ান, বাইবেলের হিব্রু, প্রাচীন আরামাইক ভাষা।

এই ভাষা পরিবারের অন্তর্গত ভাষা উপ-পরিবারগুলো হলো

ethnologue languge of the world-এর গবেষণায় এই ভাষা পরিবারের অন্তর্গত ওঙ্গোটো ভাষটিকে কোনো ভাষা উপ-পরিবারে অন্তর্ভুক্ত করা হয় নি। উল্লেখ্য এই ভাষাটি প্রচলিত আছে ইথিওপিয়ায়।


সূত্র :
http://en.wikipedia.org/wiki/Austroasiatic_languages
http://www.ethnologue.com/subgroups/afro-asiatic-0