Homo sapiens
, হোমো স্যাপিয়েন্স)-এর
আবির্ভাব ঘটেছিল। ক্রমে ক্রমে জনসংখ্যা বৃদ্ধির কারণে আফ্রিকার থেকে মানুষ অভ্যন্তর
ভাগে এবং অন্যান্য মহাদেশে ছড়িয়ে পড়েছিল। নানা ধরনের
প্রত্নতাত্তিক নমুনা সংগ্রহ এবং বিশ্লেষণের দ্বারা এই ধারণা
পাল্টে গেছে। বর্তমানে করা হয় প্রায় সাড়ে তিন লক্ষ বৎসর আগে
প্রাইমেট বর্গের অন্তর্গত
হোমিনিডি
গোত্রের
হোমো গণের অন্তর্গত
Homo sapiens
এর আবির্ভাব ঘটেছিল আফ্রিকার মরোক্কোর জেবেল ইর্হৌদ
(Jebel Irhoud)
-তে
প্রায় ১ লক্ষ ২৫
হাজার বৎসর আগে আদিম মানুষ ইউরোপ, দক্ষিণ-পূর্ব এশিয়া ও এশিয়ায় ছড়িয়ে
পড়া শুরু করে। এই দলটি আরব
উপদ্বীপ ও পারশ্য অঞ্চল পর্যন্ত পৌঁছেছিল ১ লক্ষ ২০ হাজার থাকে ১ লক্ষ বৎসরের
ভিতরে। এরপর এদের কিছু মানুষ মঙ্গোলিয়া ঘুরে চীন হয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ায় প্রবেশ করেছিল।
অপর দলটি পারশ্য হয়ে ভারতবর্ষে প্রবেশ করে। ভারতবর্ষে
এরা প্রবেশ করে প্রায় প্রায় ৭৫-৬০ হাজার বৎসর আগে।
ভারতবর্ষে প্রবেশ করা আদি মানবগোষ্ঠীকে
নেগ্রিটো
নামে অভিহিত করা হয়।
বর্তমানে এই দেশে পাওয়া যায়,
Equus quagga
(সমতলভূমির
জেব্রা), পার্বত্য নিয়ালা,
নুবিয়ান আইবেক্স, আফ্রিকান বন্য কুকুর, আফ্রিকান হাতি, এ্যামোডাইল, এ্যান্টিলোপ,
চিতা, সিংহ, বিভিন্ন ধরনের বাদুর ইত্যাদি।
ইথিওপিয়াতে নিজেদের পঞ্জিকা আছে। একে বলা হয়
গে'এজ পঞ্জিকা। এটি প্রাচীন
মিশরীয় পঞ্জিকা' অনুসরণে তৈরি হয়েছিল। আধুনিক
গ্রেগোরিয়ান পঞ্জিকা'র
পাশাপাশি স্থানীয় লোকেরা এই পঞ্জিকা অনুসরণ করে থাকেন।
সূত্র :
https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/et.html
http://en.wikipedia.org/wiki/Ethiopia