আবিসিনিয়া
বানান বিশ্লেষণ: আ+ব্+ই+স্+ই+ন্+ই+আ
উচ্চারণ:
[আ.বি.সি.নি.আ] [a.bi.si.ni.a]
শব্দ-উৎস: আরবি  حبش (ḥabaš হাবাস, হাবসি দেশের অধিবাসী)>  حبشة (ḥabaša হাবাসা, হাবসিদের দেশ)>নব্য ল্যাটিন  Abyssinia>ইংরেজি Abyssinia> বাংলা আবিসিনিয়া।

পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { | সীমানা | সীমা | অঞ্চল | অবস্থান | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা }
অর্থ: আফ্রিকা মহাদেশের উত্তর-পূর্বাংশের, ইথিওপিয়া নামক রাষ্ট্রের প্রাচীন নাম।
বিংশ শতাব্দী পর্যন্তও দেশটি আবিসিনিয়া নামে পরিচিত ছিল।
সমার্থক শব্দ:
বিসিনিয়া, ইথিওপিয়া