Kingdom:
Animalia |
সমতলভূমির
জেব্রা
ইংরেজি : Plains
Zebra
স্তন্যপায়ী শ্রেণির
Equidae
গোত্রের Equus
গণের
quagga
উপগণের অন্তর্গত,
জেব্রা'রএকটি
প্রজাতি। এই প্রজাতিটির বৈজ্ঞানিক নাম
Equus quagga।
আফ্রিকার সমতলভূমিতে এই জেব্রাগুলো বিচরণ করে। এই কারণে এদেরকে সমতলভূমির
জেব্রা
বলা হয়। এই প্রজাতির
জেব্রা
সবচেয়ে বেশি দেখা যায় আফ্রিকার দক্ষিণ এবং পূর্বাঞ্চলে। তবে সারা আফ্রিকা জুড়েই—
বিশেষ করে আফ্রিকা মহাদেশের দক্ষিণ ইথিওপিয়া থেকে পূর্ব আফ্রিকা এবং দক্ষিণের
এ্যাঙ্গোলা ও দক্ষিণ পর্যন্ত এই জেব্রা দেখা যায়। এই কারণে একে অনেক সময় সাধারণ
জেব্রা বলা হয়। এই
জেব্রার
আগে প্রজাতিগত নাম ছিল
Equus burchelli।
১৭৮৫ খ্রিষ্টাব্দে
Boddaert এর নাম দেন
Equus quagga।
এই
জেব্রার উপ-প্রজাতিগুলোর ভিতরে
Equus quagga quagga
বিলুপ্ত হয়ে গেছে।
বাকি উপ-প্রজাতিগুলো এখনো আফ্রিকাতে কমবেশি দেখতে পাওয়া যায়। নিচে এই প্রজাতির
উপ-প্রজাতিগুলো সম্পর্কে আলোচনা করা হলো।
সমতলভূমির এই জেব্রাটি বিলুপ্ত হয়ে গেছে। এই জেব্রাকে সাধারণভাবে বলা হয় কোয়াগ্গা (quagga)। এই জেব্রা আগে দক্ষিণ আফ্রিকার অরেঞ্জ ফ্রি স্টেটের দক্ষিণাঞ্চলীয় কেপ প্রদেশের হাইভেল্ড অঞ্চলে পাওয়া যেতো। এই জেব্রার শরীর সম্মুখভাগে ডোরাকাটা দাগ ছিল। কিন্তু পিছনের দিকে কোনো ডোরা ছিল না। এদের পায়েও ডোরা দৃষ্ট হতো না। আগে এই জেব্রাকে সম্পূর্ণ পৃথক প্রজাতি হিসাবে বিবেচনা করা হতো। ১৭৮৫ খ্রিষ্টাব্দে Boddaert এই জেব্রাকে Equus quagga-এর উপ-প্রজাতি হিসাবে উপস্থাপিত করেন। স্থানীয় অধিবাসীরা এর মাংসের জন্য ব্যাপকভাবে হত্যা করে। এছাড়া জেব্রার প্রধান শত্রু সিংহও এদের হত্যা করার ফলে, এই প্রজাতিটি বিলুপ্ত হয়ে গেছে। |
|||
![]() সমতলভূমির এই জেব্রার উপ-প্রজাতিগুলোর ভিতরে এই জেব্রা সবচেয়ে বেশি পাওয়া যায়। ১৮২৪ খ্রিষ্টাব্দে এই প্রজাতির নামকরণ করেছিলেন গ্রে (Gray)। আফ্রিকার বিশাল অংশ জুড়ে এদের বিচরণ। সাধারণভাবে এদেরকেই আদর্শ জেব্রা হিসাবে বিবেচনা করা হয়। এর অপর নাম ডামারা জেব্রা (Damara zebra)। এই জেব্রাকে ব্যাপকভাবে হত্যা করা হয়েছে এর চামড়ার জন্য। আফ্রিকার বিশাল অংশ জুড়ে বিচরণ করার জন্য ব্যাপক হত্যার পরও এই জেব্রা এখনো ভালোভাবেই টিকে আছে। তবে অনেক অঞ্চলে এই জেব্রার বড় বড় দল নিশ্চিহ্ন হয়ে গেছে। যেমন এর একটি প্রকরণ ১৯১০ খ্রিষ্টাব্দের পর আর দেখা যায় নি। ১৯১৮ খ্রিষ্টাব্দে বার্লিন চিড়ায়াখানায় এর শেষ সদস্য মারা যায়। |
|||
![]() সমতলভূমির এই জেব্রার অপর নাম গ্রান্ট জেব্রা। সমতলভূমির ৬টি উপ-প্রজাতির ভিতর এই উপ-প্রজাতিটি আকারে সবচেয়ে ছোটো। ১৮৯২ খ্রিষ্টাব্দে এর নামকরণ করেছিলেন Matschie। এদের বিচরণক্ষেত্র হলো— জাম্বিয়া, কঙ্গো, তাঞ্জানিয়া, কেনিয়া, ইথিওপিয়া এবং জাম্বিয়া। এদের উচ্চতা প্রায় ১২০-১৪০ সেন্টিমিটার, ওজন ৩০০ কেজি। এদের এক একটি দলে প্রায় ১৭ থেকে ১৮টি জেব্রা থাকে। আর পুরো দলকে নেতৃত্ব দেয় একটি বলিষ্ঠ পুরুষ জেব্রা। এদের জীবনকাল ২০ বৎসর। |
|||
Equus quagga borensis সমতলভূমির এই জেব্রার অপর নাম সেলৌয়াস জেব্রা (Selous' zebra)। ১৮৯৭ খ্রিষ্টাব্দে এর নামকরণ করেন Pocock। এই জেব্রা দক্ষিণপূর্ব আফ্রিকায় পাওয়া যায়। তবে এই জেব্রা সবচেয়ে বেশি দেখা যায় মোজাম্বিকে। এই জেব্রাগুলো ডামারা জেব্রা'র অনুরূপ। এর পায়ের ডোরার প্রকৃতি দেখে এই জেব্রার সাথে ডামারা জেব্রা'র পার্থক্য বুঝা যায়। এদের দেহের উপরিভাগে আনুভূমিক ডোরা দাগ থাকে। পেটে আংশিকভাবে এই দাগ লক্ষ্য করা যায়। |
|||
![]() সমতলভূমির এই জেব্রার অপর নাম চ্যাপম্যানের জেব্রা (Chapman's zebra)। ১৮৬৫ খ্রিষ্টাব্দে এর বৈজ্ঞানিক নামকরণ করেছেন Layard। এই জেব্রা দেখা যায় উত্তর-পূর্ব আফ্রিকা, আফ্রিকার উত্তর প্রান্ত থেকে জাম্বিয়া পর্যন্ত, পশ্চিম থেকে বোৎসওয়ানা, নামিবিয়ার ক্যাপ্রিভি এবং দক্ষিণ এ্যাঙ্গোলায়। এই জেব্রার পায়ের নিচের দিকে ডোরাগুলো অনিয়মিত হয় এবং এতে বাদামি দাগ দেখা যায়। কালো দাগগুলোর ভিতরে বাদমি রেখা দেখা যায়। পুরুষ জেব্রাগুলোর ওজন হয়ে থাকে ৬০০-৮০০ পাউন্ড। স্ত্রী জেব্রার ওজন হয় ৫০০-৭০০ পাউন্ড। এদের উচ্চতা ৪৮ ইঞ্চি থেকে ৫২ ইঞ্চি হয়ে থাকে। এরা প্রায় ২০-৩০ বৎসর বাঁচে। |
|||
![]() সমতলভূমির এই জেব্রার অপর নাম ক্রাওশায়ি জেব্রা (Crawshay's zebra)। জাম্বিয়ার পূর্বাঞ্চলে মালাউই-র লুয়াঙ্গাওয়া নদীর দক্ষিণ-পূর্ব দিকে, তাঞ্জানিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে, উত্তর মোজাম্বিক থেকে এর দক্ষিণাঞ্চলের গোরোঙ্গোজা জেলা পর্যন্ত এই জেব্রা পাওয়া যায়। অন্যান্য জেব্রার চেয়ে এদের ডোরা বেশ সরু হয়ে থাকে। এর পায়ের নিম্নাংশ পর্যন্ত গাঢ় কালো ডোরা লক্ষ্য করা যায়। এদের নিচের পাটির কর্তন দাঁতের ইনফান্ডিবুলুম নেই। এরা প্রায় ২০-৩০ বৎসর বাঁচে।
বর্তমানে এই জেব্রা আশংকাজনকভাবে কমে গেছে। তবে এখনও বিপন্ন প্রজাতি হিসাবে
ঘোষণা দেওয়া হয় নাই। |
সূত্র :
http://www.oregonzoo.org/discover/animals/damara-zebra
http://en.wikipedia.org/wiki/Zebra