ওমোটিক
ইংরেজি omotic>বাংলা ওমোটিক।
ঊর্ধ্বক্রমবাচকতা
{  | আফ্রো-এশিয়ান ভাষা | প্রাকৃতিক ভাষ | ভাষা | যোগাযোগ | বিমূর্তন | বিমূর্ত সত্ত | সত্তা |}

আফ্রো-এশিয়াটিক ভাষা পরিবার-এর ৭টি ভাষা উপ-পরিবারের অন্তর্গত একটি। এই ভাষা উপ-পরিবারের অন্তর্গত ভাষা সংখ্যা ৩১টি। আফ্রিকার ইথিওপিয়ার বিভিন্ন অঞ্চলে এই ভাষা উপ-পরিবারের ভাষাগুলো ছড়িয়ে আছে। আঞ্চলিক ভাষারীতির বৈশিষ্ট্যানুসারে এই উপ-পরিবারটিকে মোট ২টি ভাষা-গোষ্ঠীতে ভাগ করা হয়েছে। এই ভাগ দুটি হলো


সূত্র : http://www.ethnologue.com/