মনুষ্য দল
মনুষ্য নামক প্রজাতির নারী, পুরষ, শিশু,
বৃদ্ধ ইত্যাদির একটি সমন্বিত দল।
ঊর্ধ্বক্রমবাচকতা
{মনুষ্য দল |
দল |
বিমূর্তন |
বিমূর্তসত্তা |
সত্তা |
}
ইংরেজি:
people।
ব্যাখ্যা: মনুষ্য সমাজের সমষ্টিগত মনুষ্যদল গঠিত হয়। দেশ, ধর্ম ভাষা ভেদে
মনুষ্যদল তৈরি হতে পারে। যেমন আমেরিকার জনগণ (people)
একটি সুনির্দিষ্ট মনুষ্যদল। এইভাবে নানাদিক থেকে মনুষ্যদলকে পৃথক পৃথকভাবে
সুনির্দিষ্ট করা হয়ে থাকে।(populace, public, world)
:
একটি ভৌগোলিক বা রাষ্ট্রীয় পরিমণ্ডলে সমগ্র জনগোষ্ঠীকে সাধারণভাবে উপস্থাপিত
করা হয়।
সামাজিক শ্রেণি
(class, social class,
socio-economic class
): মতাদর্শভিত্তিক সামাজিক বা অর্থনৈতিকভাবে একই জাতীয় মানুষের দল।