মানুষী
বানান বিশ্লেষণ : +আ+ন্+উ+ষ্+ঈ।
উচ্চারণ:
ma.nu.ʃi (মা.নু.শি)

মা =মা (আকারযুক্ত ম ধ্বনি একাক্ষর মা তৈরি করে)
নু=নু (উকারযুক্ত ন-এর সাথে যুক্ত হয়ে একাক্ষর নু ধ্বনি তৈরি করে)
ষী=শি (ইকারযুক্ত শ-এর সাথে যুক্ত হয়ে একাক্ষর শি ধ্বনি তৈরি করে)

শব্দ-উৎস: সংস্কৃত ानुषी (মানুষী)>বাংলা মানুষী।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
মানুষ  {মনু  + অ (অণ্), ষ-এর আগম} +ঈ (ঙীষ)
পদ: বিশেষ্য  
ঊর্ধ্বক্রমবাচকতা { | নারী | ব্যক্তি | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ:
 নৃজাতির স্ত্রীসত্তা।
সমার্থক শব্দাবলি:
অওরত, অওরৎ, অঙ্গন, অঙ্গনাজন, আউরত, আওরত, আওরৎ, নার, মানবী, মানুষী, মেয়ে, মেয়েছেলে, মেয়েমানুষ, মেয়েলোক, যোষিৎ, স্ত্রী স্ত্রীলো
বিপরীত শব্দ:
মানুষ [পুংলিঙ্গার্থে]
ইংরেজি:
female, female person