মনু
বানান বিশ্লেষণ : ম্+অ+ন্+উ 
উচ্চারণ : 
mo.nu 
(মো.নু)
শব্দ-উৎস : 
সংস্কৃত
মনু>বাংলা
মনু।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ : 
√মন্ 
(মনে 
ধারণ করা) 
+ 
		উ, 
কর্তৃবাচ্য}।
পদ : 
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{
পৌরাণিক সত্তা
|
কাল্পনিকসত্তা 
|
কল্পনা
|
সৃজনশীলতা 
|
দক্ষতা
|
জ্ঞান |
মনস্তাত্ত্বিক বিষয়
|
বিমূর্তন
|
বিমূর্ত-সত্তা
|
সত্তা
|}
হিন্দু পৌরাণিক 
	কাহিনি মতে−
ব্রহ্মার 
	মন থেকে উদ্ভূত হয়েছিলেন
মনু। 
	আর 
মনু
থেকে 
	মানুষ জাতির উৎপত্তি হয়েছিল। 
দেখুন : 
মনু 
[পৌরাণিক, হিন্দু]
 
সূত্র :