অ (ড)
সংস্কৃত কৃৎ প্রত্যয়।
এই প্রত্যয় যুক্ত হওয়ার নির্দেশ বিভিন্ন গ্রন্থে বিভিন্নভাবে দেখা যায়। যেমন-
১. ড। সরল বাঙ্গালা অভিধান। সুবলচন্দ্র মিত্র।
২. অ (ড)। বঙ্গীয় শব্দকোষ। হরিচরণ বন্দ্যোপাধ্যায়।
৩. অ (ড)। সমগ্র ব্যাকরণ কৌমুদী। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

এই প্রত্যয়ের প্রায়োগিক বিধি-
১. এই প্রত্যয়ের 'ড' ইত্ হয় এবং অ বর্ণ ধাতুর সাথে যুক্ত হয়। বঙ্গীয় শব্দকোষ ও সমগ্র ব্যাকরণ কৌমুদী অনুসরণে, আমি 'অ (ড)' ব্যবহার করা হয়েছে। যেমন-
                       
অব্ (রক্ষা করা) +অ (ড)=অ (রক্ষাকারী)।

২. উপসর্গ বা
সুবন্ত পদ-এর পরে- 'জন' ক্রিয়ামূলের সাথে এই প্রত্যয় যুক্ত হলে- কর্তৃবাচ্যে  'ন' লোপ পায়। ক্ষেত্রে ক্রিয়ামূলের লোপ পায় কিন্তু প্রত্যয়ের অ যুক্ত হয়। যেমন-
             
               মনসি-  জন্ (জন্মগ্রহণ করা)  +অ (ড)=মনোজ।
                            
মনসি (সুবন্ত পদ), জন্ ক্রিয়ামূলের 'ন্' এবং এর পূর্ববর্তী অ লোপ পায়।

 

এই নিয়মে সৃষ্ট পদগুলির তালিকা দেওয়া হলো। উল্লেখ্য এর সুবন্ত পদের বাংলাতে ব্যবহৃত রূপ দেখানো হলো।
                               অগ্র- জন্ (জন্মগ্রহণ করা)  +
অ (ড)=অগ্রজ
                               অঙ্গ- 
জন্ (জন্মগ্রহণ করা)  +
অ (ড)=অঙ্গজ।
                               অণ্ড-  জন্ (জন্মগ্রহণ করা)  +
অ (ড)=অণ্ডজ
                             
 অনু-  জন্ (জন্মগ্রহণ করা)  +
অ (ড)=অনুজ

                               অব্-  জন্ (জন্মগ্রহণ করা)  +অ (ড)=অব্জ।
                             
 আত্ম-  জন্ (জন্মগ্রহণ করা)  +
অ (ড)=আত্মজ
                               কাল- 
জন্ (জন্মগ্রহণ করা)  +
অ (ড)=কালজ।
                              
জরায়ু-  জন্ (জন্মগ্রহণ করা)  +
অ (ড)=জরায়ুজ।
                               জল-  জন্ (জন্মগ্রহণ করা)  +
অ (ড)=জলজ
                             
 দ্বি-  জন্ (জন্মগ্রহণ করা)  +
অ (ড)=দ্বিজ
                              
পঙ্ক-  জন্ (জন্মগ্রহণ করা)  +
অ (ড) =পঙ্কজ।
                             
 প্র-  জন্ (জন্মগ্রহণ করা)  +
অ (ড) +আ (টাপ্)=প্রজা।

                               মনস্-  জন্ (জন্মগ্রহণ করা)  +অ (ড)=মনোজ।
                               মনু
জন্ (জন্মগ্রহণ করা)  +
অ (ড)=মনুজ।

                               সর-  জন্ (জন্মগ্রহণ করা)  +অ (ড)=সরজ।
                              
সহ-  জন্ (জন্মগ্রহণ করা)  +
অ (ড)=সহজ।

                               স্বেদ-  জন্ (জন্মগ্রহণ করা)  +অ (ড)=স্বেদজ


২.  সুবন্ত পদ-এর পরে- 'গম্' ক্রিয়ামূলের সাথে এই প্রত্যয় যুক্ত হলে- 'ম' লোপ পায়। ক্ষেত্রে ক্রিয়ামূলের লোপ পায় কিন্তু প্রত্যয়ের অ যুক্ত হয়। যেমন-
                            

                              অধ্ব- গম্ (গমন করা) +অ (ড)=অধ্বগ
                              অন্ত- গম্ (গমন করা) +অ (ড)=অন্তগ
                              খ- গম্ (গমন করা) +অ (ড)=খগ
                              দূর- গম্ (গমন করা) +অ (ড)=দূরগ
                              পন্ন- গম্ (গমন করা) +অ (ড)=পন্নগ
                              পার- গম্ (গমন করা) +অ (ড)=পারগ
                              সর্ব- গম্ (গমন করা) +অ (ড)=সর্বগ

.  পত, ভুজ, ত্বরা, উরস্ ও বিহায়স শব্দের পরে- 'গম্' ক্রিয়ামূলের সাথে এই প্রত্যয় যুক্ত হলে-  তিনটি শব্দ প্রকরণ পাওয়া যায়, যেমন-
    ৩.১. 'ম' লোপ পায়। ক্ষেত্রে ক্রিয়ামূলের লোপ পায় কিন্তু প্রত্যয়ের অ যুক্ত হয়। যেমন-

                             পত- গম্ (গমন করা) +অ (ড)=পতগ
                             ভুজ
- গম্ (গমন করা) +অ (ড)=ভুজগ
                             উর
- গম্ (গমন করা) +অ (ড)=উরগ
                             তুর
- গম্ (গমন করা) +অ (ড)=তুরগ
                             বিহায়স
- গম্ (গমন করা) +অ (ড)=বিহগ

 

    ৩.২. পক্ষে অ (খচ) হয়। সব মিলিয়ে শব্দের সাথে 'ঙ্গম' যুক্ত হয়।

 

                             পত- গম্ (গমন করা) +অ (ড), পক্ষে অ (খচ)=পতঙ্গম
                            
ভুজ- গম্ (গমন করা) +অ (ড), পক্ষে অ (খচ)=ভুজঙ্গম
                            
উর- গম্ (গমন করা) +অ (ড), পক্ষে অ (খচ)=উরঙ্গম
                            
তুর- গম্ (গমন করা) +অ (ড), পক্ষে অ (খচ)=তুরঙ্গম

                             বিহগ- গম্ (গমন করা)  +অ (ড), পক্ষে অ (খচ)=ভুজঙ্গম

 

    ৩.৩. বিকল্পে অ (ডিৎখচ) হয়। সব মিলিয়ে শব্দের সাথে 'ঙ্গ' যুক্ত হয়।

                        পত- গম্ (গমন করা)  +অ (ড), বিকল্পে (ডিৎখচ)=পতঙ্গ
                            
ভুজ- গম্ (গমন করা)  +অ (ড), বিকল্পে  (ডিৎখচ)=ভুজঙ্গ
                            
উর- গম্ (গমন করা)  +অ (ড), বিকল্পে অ (ডিৎখচ)=উরঙ্গ
                            
তুর- গম্ (গমন করা)  +অ (ড), বিকল্পে (ডিৎখচ)=তুরঙ্গ

                             বিহগ- গম্ (গমন করা)  +অ (ড), বিকল্পে (ডিৎখচ)=ভুজঙ্গ