অঙ্গনা
বানান বিশ্লেষণ: অ+ঙ্+গ+অ+ন্+আ
উচ্চারণ:
ɔŋ.go.na (অঙ্.গো.না)

১. শব্দ-উৎস:
সংস্কৃত অঙ্গনা> বাংলা অঙ্গনা
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: অঙ্গ {
অঙ্গ্(গমন করা) + অ (অচ্)} + ন (কল্যাণার্থে) + আ (টাপ্)
পদ: বিশেষ্য
১. ঊর্ধ্বক্রমবাচকতা {|নারী| ব্যক্তি | জীবসত্তা| জীবন্তবস্তু| দৈহিক-লক্ষ্যবস্তু| দৈহিক সত্তা| সত্তা|}
১.১ অর্থ: অঙ্গনের বিচরণ করে, স্ত্রীলিঙ্গার্থে অঙ্গনা। সাধারণ অর্থে নৃজাতির স্ত্রীসত্তার সাধারণ নাম ।
সমার্থক শব্দাবলি: অওরত, ‌অওরৎ, অঙ্গনা, অঙ্গনাজন, অন্তঃপুরচারিণী, অন্তঃপুরবাসিনী, অন্তঃপুরিকা, অবলা, অবলাজাতি, আউরত, আওরত, আওরৎ, ঔরৎ, কামিনী, জানানা, জেনানা, নারী, বনিতা, বামা, মহিলা, মানবী, মাইয়া, মানুষী, মেয়ে, মেয়েছেলে, মেয়েমানুষ, মেয়েলোক, যোষা, যোষিৎ, যোষিতা, ললনা, শর্বরী, স্ত্রী স্ত্রীজন, স্ত্রীলোক
ইংরেজি: female, female person

১.২. অর্থ: যার কল্যাণসূচক (প্রশস্ত) অঙ্গ আছে, এই অর্থে অঙ্গনা।
সমার্থক শব্দাবলি: অঙ্গনা অঙ্গনাজন।
১.৩. অর্থ: অঙ্গসৌষ্ঠববতী নারী, সুদর্শনা নারী।
সমার্থক শব্দাবলি: কামিনী, সুন্দরী।
দেখুন: [নারী -এর শ্রেণিকরণ ও সমার্থক শব্দাবলি]
২. শব্দ-উৎস:  সংস্কৃত অঙ্গন> বাংলা অঙ্গন> অঙ্গনঅ>অঙ্গনা
পদ :
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা | {মাঠ । ক্ষুদ্র ভূখণ্ড। ভৌভগোলিক অঞ্চল | অঞ্চল | অবস্থান | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা | }


সূত্র :