কামিনী
বানান বিশ্লেষণ: ক্+আ+ম্+ই+ন্+ঈ
উচ্চারণ :
ka.mi.ni
(কা.মি.নি)
শব্দ-উৎস: সংস্কৃত কামিনী>
বাংলা কামিনী
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
অঙ্গ {√
কম্
(ইচ্ছা করা, কামনা করা) +
ইন্
(ণিনি)=কামিন্+
ঈ
(ঙীপ্)
পদ: ১
বিশেষণ
অর্থ: যে নারী কামনা করেন বা কামযুক্তা তিনিই কামিনী।
সমার্থক শব্দাবলি: কামযুক্তা, কামিনী।
বিপরীত শব্দ:
কামী (স্ত্রীলিঙ্গার্থে)
পদ:
২.
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{|নারী|
ব্যক্তি |
জীবসত্তা|
জীবন্তবস্তু|
দৈহিক-লক্ষ্যবস্তু|
দৈহিক সত্তা|
সত্তা|}
অর্থ: নৃজাতির স্ত্রীসত্তার সাধারণ নাম ।
পদ:
৩.
বিশেষ্য
এক প্রকার গাছ ও তার ফুল [দেখুন: কামিনী (উদ্ভিদ)]