মেয়েমানুষ
বানান বিশ্লেষণ : ম্+এ+য়্+এ+ছ্+এ+ল্+এ+ম্+আ+ন্+উ+ষ+অ।
উচ্চারণ:
me.e.ma.nuʃ  (মেয়্.এ.মা.নুশ্)

শব্দ-উৎস: মেয়ে {সংস্কৃত ()>প্রাকৃত মাই>মায়আ>বাংলা মাইয়া>মেয়ে}+মানুষ  {সংস্কৃত (মানুষ)>বাংলা মানুষ।}
রূপতাত্ত্বিক বিশ্লেষণ :
েয়ে (মাতার তুল্য) যে মানুয (মনুষ্যজাতি)/সাধারণ কর্মধারয় সমাস
পদ:
বিশেষ্য

১. ঊর্ধ্বক্রমবাচকতা { | নারী | ব্যক্তি | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ:
 নৃজাতির স্ত্রীসত্তা। পুরষের দ্বারা গর্ভবতী হয়ে সন্তান উৎপাদেনে সক্ষম।
সমার্থক শব্দাবলি:
অওরত, অওরৎ, অঙ্গন, অঙ্গনাজন, আউরত, আওরত, আওরৎ, নার, মানবী, মানুষ, মেয়ে, মেয়েছেলে, মেয়েমানুষ, মেয়েলোক, যোষিৎ, স্ত্রী স্ত্রীলো
উদাহরণ:
মেয়েছেলে দিয়ে এ কাজ হবে না।
ইংরেজি:
female, female person