১. ঊর্ধ্বক্রমবাচকতা {|নারী| ব্যক্তি | জীবসত্তা| জীবন্তবস্তু| দৈহিক-লক্ষ্যবস্তু| দৈহিক সত্তা| সত্তা|}
অর্থ: নৃজাতির স্ত্রীসত্তা। প্রজনন প্রক্রিয়ায় পুরষের দ্বারা গর্ভবতী হয়ে সন্তান উৎপাদনে সক্ষম।
সমার্থক শব্দাবলি: অওরত অওরৎ, অঙ্গনা, অঙ্গনাজন, আউরত, আওরত, আওরৎ, নারী, মানবী, মানুষী, মেয়ে, মেয়েছেলে মেয়েমানুষ, মেয়েলোক, যোষিৎ, স্ত্রী, স্ত্রীলোক।
উদাহরণ: মেয়েরা মায়ের জাতি।
ইংরেজি: female, female person।
২.
মাতার তুল্য সন্তান, অর্থে-মেয়ে, মেয়ে
সন্তান।
সমার্থ দেখুন :
কন্যা।
(ছোটো মেয়ে, বড় মেয়ে, ভাইয়ের মেয়ে)
৩.যে মেয়ের বয়স দশ বৎসর হয়েছে কিন্তু বিবাহ হয় নাই, কুমারী, অবিবহিতা।
(অল্পবয়সী মেয়ে)
৪. বিবাহের জন্য নির্বাচিতা নারী, বিয়ের কনে, পাত্রী। (বিবাহযোগ্যা মেয়ে)
৫. যার যোনী পুরুষ সংসর্গ দ্বারা ক্ষত হয় নাই জন্য কামনার যোগ্য, এই
অর্থে- কুমারী, অক্ষতা। (কুমারী মেয়ে)