অঙ্গন
বানান বিশ্লেষণ: অ+ঙ্+গ+অ+ন্+অ
উচ্চারণ: ɔŋ.gon
(অঙ্.গোন্)
শব্দ-উৎস: সংস্কৃত অঙ্গন>
বাংলা
অঙ্গন
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
অঙ্গ {√
অঙ্গ্(গমন করা) +
অন্
(ল্যুট),
অধিকরণবাচ্য
পদ :
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
| {মাঠ । ক্ষুদ্র ভূখণ্ড। ভৌভগোলিক অঞ্চল |
অঞ্চল |
অবস্থান |
দৈহিক-লক্ষ্যবস্তু |
দৈহিক
সত্তা |
সত্তা | }
-
অর্থ: অন্য অর্থে,
ঘর হতে বের হয়ে যেখানে প্রথম গমন করা হয়, এই অর্থে- অঙ্গন।
সমার্থক
শব্দাবলি:
অঙ্গন, অঙ্গনা, আঙিনা,
আঙ্গিনা, উঠান।
-
অর্থ: সীমানা দ্বারা পরিবেষ্টিত
গৃহসংলগ্ন ছোট আকারের মাঠ।
সমার্থক শব্দাবলি: অঙ্গন,
অঙ্গনা, আঙিনা,
আঙ্গিনা।
সূত্র :
- চলন্তিকা। রাজশেখর বসু। এমসি সরকার অ্যান্ড সন্স প্রাইভেট লিঃ।
১৪০৮।
- বঙ্গীয় শব্দকোষ (প্রথম খণ্ড)। হরিচরণ বন্দ্যোপাধ্যায়। সাহিত্য
অকাদেমী। ২০০১।
- বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান। মার্চ ২০০৫।
- বাংলা একাডেমী সমকালীন বাংলা ভাষার অভিধান স্বরবর্ণ অংশ। আবু ইসহাক।
ফাল্গুন ১৪০৪/ফেব্রুয়ারি ১৯৯৮।
- বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম খণ্ড)। জ্ঞানেন্দ্রমোহন দাস। সাহিত্য
সংসদ। নভেম্বর ২০০০।
- ব্যাবহারিক বাংলা উচ্চারণ অভিধান। আনিসুজ্জামান, ওয়াহিদুল হক, জামিল
চৌধুরী, নরেন বিশ্বাস। জাতীয় গণমাধ্যম ইনসটিটিউট। ৮ ফাল্গুন ১৩৯৪
- শব্দবোধ অভিধান। আশুতোষ দেব। দেব সাহিত্য কুটির। মার্চ ২০০০।
- শব্দার্থ প্রকাশিকা। কেশবচন্দ্র রায় কর্মকার। দেব সাহিত্য কুটির।
মার্চ ২০০০।
- সংসদ বাংলা অভিধান। সাহিত্য সংসদ। শৈলেন্দ্র বিশ্বাস। মার্চ ২০০২।
- সরল বাঙ্গালা
অভিধান। সুবলচন্দ্র
মিত্র।