অঙ্গন
বানান বিশ্লেষণ: অ+ঙ্+গ+অ+ন্+অ
উচ্চারণ:
ɔŋ.gon (অঙ্.গোন্)
শব্দ-উৎস: সংস্কৃত অঙ্গন> বাংলা অঙ্গন
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: অঙ্গ {
অঙ্গ্(গমন করা) + অন্ (ল্যুট), অধিকরণবাচ্য

পদ : বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা | {মাঠ । ক্ষুদ্র ভূখণ্ড। ভৌভগোলিক অঞ্চল | অঞ্চল | অবস্থান | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা | }
সূত্র :