অঞ্চল
বৃহৎ কোনো স্থানের বড় অংশ, যা পৃথক পরিচয় ধারণ করে।
ঊর্ধ্বক্রমবাচকতা |
{ অঞ্চল |
অবস্থান |
দৈহিক-লক্ষ্যবস্তু |
দৈহিক সত্তা |
সত্তা |
}
ইংরেজি:
region, part
ব্যাখ্যা:
অন্যান্য স্থানের দিক এবং দূরত্বের বিচারে সত্তার অবস্থান নির্ণিত হয়।
এই সত্তা যখন বড় কোনো স্থানের অংশ হিসেবে বিশেষভাবে চিহ্নিত হয়, তখন ওই স্থান ওই বড়
স্থানের অংশ বা অঞ্চল হিসেবে নির্দেশিত হয়।
প্রতিটি অঞ্চলের অবস্থানের পাশাপাশি এর সীমানা গুরত্বপূর্ণ ভূমিকা রাখে।
অবস্থানের এই সীমানা দৈর্ঘ্য ও প্রস্থের বিচারে দ্বিমাত্রিক অবস্থান নির্দেশ করে থাকে।
(boundary, bound, bounds)
: কোনো অঞ্চলের বিস্তার নির্ধারক রৈখিক মাপ, কোনো অঞ্চলের বিস্তার নির্ধারক রৈখিক
মাপ, যা একটি অঞ্চলকে সুনির্দিষ্ট দৈহিক রূপ প্রদান করে।
আঞ্চলিক স্বশাসিত এলাকা
(district, territory, territorial dominion, dominion)
: প্রশাসনিক বা অন্য কোনো উদ্দেশ্যে বিশেষভাবে চিহ্নিত স্বশাসিত কোনো এলাকা।
অভ্যন্তর
(inside, interior)
: কোনো অঞ্চলের অন্তর্ববর্তী অংশ।
ভৌগোলিক এলাকা
(geographical area, geographic
area, geographical region, geographic region):
পৃথিবীর যে কোন অংশের চিহ্নিত এলাকা।
মহাকাশীয় অঞ্চল: পৃথিবী থেকে মহাকাশকে এলাকা হিসেবে যে ভাবে ভাগ করা হয়।