ভৌগোলিক এলাকা
বৃহৎ কোনো স্থানের বড় অংশ, যা পৃথক পরিচয় ধারণ করে।
ঊর্ধ্বক্রমবাচকতা | {ভৌগোলিক এলাকা। অঞ্চল  | অবস্থান | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা | }
ইংরেজি:
geographical area, geographic area, geographical region, geographic region

ব্যাখ্যা
: পৃথিবীর বৃহত্তর পরিসরে সীমানা নির্ধারণ-পূর্বক ছোট অঞ্চল। এর ভিতরে রয়েছে- মহাদেশের মতো বড় অঞ্চল থেকে ক্ষুদ্র পল্লী বা বসতি পর্যন্ত।