বসতি
একটি ক্ষুদ্র ভৌগোলিক অঞ্চলে কয়েকটি
পরিবারের সমন্বয়ে সৃষ্ট
বসবাস করার উপযোগী অঞ্চল
ঊর্ধ্বক্রমবাচকতা
| {বসতি ।
ভৌগোলিক এলাকা।
অঞ্চল |
অবস্থান |
দৈহিক-লক্ষ্যবস্তু |
দৈহিক সত্তা |
সত্তা |
}
ইংরেজি:
geographical area, geographic
area, geographical region, geographic region
ব্যাখ্যা: পৃথিবীর বৃহত্তর পরিসরে সীমানা নির্ধারণ-পূর্বক
ছোট অঞ্চল। এর ভিতরে রয়েছে- মহাদেশের মতো বড় অঞ্চল থেকে ক্ষুদ্র পল্লী বা বসতি
পর্যন্ত।
এরূপ কয়েকটি বসতি নিয়ে অধিকতর বড় অঞ্চলকে বলা হয় পল্লী বা গ্রাম।
বাংলাতে বসতিগুলো পারিবারিক পেশা বা বংশীয়, ধর্ম ইত্যাদি ঐতিহ্যের ভিত্তিতে অভিহিত
হতো। এগুলোকে বলা হতো- পাড়া। যেমন কলু পাড়া, তাঁতিপাড়া, কুমোর পাড়া, খোন্দকার পাড়া
ব্রাহ্মণ পাড়া, মুসলমান পাড়া ইত্যাদি।
- গ্রাম
(village, hamlet)
:
কয়েকটি বসতি-ভিত্তিক ছোট অঞ্চল, যা শহরের চেয়ে ছোটো।