মহাকাশীয় অঞ্চল
পৃথিবী থেকে মহাকাশকে এলাকা হিসেবে যে ভাবে ভাগ করা হয়।
ঊর্ধ্বক্রমবাচকতা {মহাকাশীয় অঞ্চল |  অঞ্চল | অবস্থান | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা | }
ইংরেজি:
 
ব্যাখ্যা: ভারতীয় জ্যোতির্বিজ্ঞানে চন্দ্রের আকাশ পরিক্রমা-পথকে মোট ২৭টি ভাগে ভাগ করা হয়েছে। এর এক একটি ভাগকে বলা হয়- চন্দ্রের আবাস বা নক্ষত্র। এই নক্ষত্রগুলো হলো- অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, আর্দ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, মঘা, পূর্ব-ফাল্গুনী, উত্তর-ফাল্গুনী, হস্তা, চিত্রা, স্বাতী, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া, শ্রবণা, ধনিষ্ঠা, শতভিষা, পূর্ব-ভাদ্রপাদ. উত্তর-ভাদ্রপাদ ও রেবতী।  চাঁদের নক্ষত্র-অতিক্রম-কালকে এক চান্দ্রমাস বলা হয়।