যোষা
বানান বিশ্লেষণ :
য্+ও+শ্+আ।
উচ্চারণ: ɟo.ʃa (জো.শা)।
যো =জো (য-এর তুল্য উচ্চারণ, জ। ওকারযুক্ত য একাক্ষর জো ধ্বনির সৃষ্টি সৃষ্টি করেছে।)
ষা=শা (ষ-এর তুল্য ধ্বনি শ। আকারযুক্ত শ্, শা ধ্বনির সৃষ্টি করেছে)
শব্দ-উৎস:
সংস্কৃত
योषा
(যোষা)>বাংলা
যোষা।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: √যুষ্ (সেবা
করা) +
অ (অচ্)
+আ
(টাপ্)}
।
১.
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{ |
নারী
|
ব্যক্তি
|
জীবসত্তা
|
জীবন্তবস্তু
|
দৈহিক-লক্ষ্যবস্তু
|
দৈহিক সত্তা
|
সত্তা
|}
অর্থ:
নৃজাতির
স্ত্রীসত্তা। পুরষের দ্বারা গর্ভবতী হয়ে সন্তান
উৎপাদেনে সক্ষম।
সমার্থক শব্দাবলি:
অওরত,
অওরৎ,
অঙ্গনা,
আউরত,
আওরত,
আওরৎ,
নারী,
মানবী,
মানুষী,
মেয়ে,
মেয়েছেলে,
মেয়েমানুষ,
মেয়েলোক,
স্ত্রী,
স্ত্রীলোক।
ইংরেজি :
female, female person।