স (ক্রিয়ামূল)

হ্ >বাং হ্>বাংলা
বাংলা ক্রিয়াপদ উৎপাদক ক্রিয়ামূল। এই ধাতুর ভাবগত অর্থ হলো-  সহ্য করা
গণের নাম : স্বরান্ত ১.১.২. ক-আদি গণ

আধুনিক বাংলায় এর সমার্থ ক্রিয়াপদ ব্যবহৃত হয়ে থাকে যথাক্রমে সয়, সন, সই ইত্যাদিউৎপন্ন ক্রিয়াপদের আদ্য-অ ধ্বনি ও ধ্বনিতে পরিণত হয়, পরবর্তি ই এবং উ -ধ্বনির কারণে। যেমনসই>শোই
         সচ্ছি>শোচ্‌.ছি

সাধু রূপ থেকে চলিত রূপে আসার সময়, এই ও ধ্বনি অবিকৃত থাকে।

        সইতে>সতে=শো.তে
         সইতি>সতি>শোতি

 এসব অঞ্চলে কতেন, কতে, কতি, কতাম ইত্যাদির মত ক্রিয়াপদের ভিন্ন প্রকরণ লক্ষ্য করা যায়। যেমন-  কতেন/কইতেন, কতে/কইতে, কতি/কইতি, কতাম/কইতাম। আমাদের সহজাত ধারণা থেকে মনে হয় কইতেন, কইতে ইত্যাদির মত ক্রিয়াপদগুলি সাধুরীতির। মূলত এগুলো চলতি রীতিরই প্রকরণ বিশেষ। নিতান্তই কথ্য রূপে কথিত হয়ে থাকে বলে- এর সাধু রূপ ব্যবহৃত হয় না। চলতি রীতিতে Ö ধাতুজাত ক্রিয়াপদের ব্যবহার লক্ষ্য করা গেলেও, প্রকৃষ্ট সাধু রীতির ক্রিয়াপদ তৈরি হয়ে থাকে Öহ্ ধাতু থেকে এই ক্রিয়ামূলজাত ক্রিয়াপদ বাংলাতে ব্যবহৃত হয়।

নিচে এই
ধাতু থেকে উৎপন্ন ক্রিয়াপদের তালিকা দেওয়া হলো

চলিত রূপ 
কালের নাম নাম পুরুষ মধ্যম উত্তম
সাধারণ
(সে)
সম্ভ্রমাত্মক
(তিনি)
সম্ভ্রমাত্মক
(আপনি)
সাধারণ
(তুমি)
তুচ্ছ
(তুই)
আমি
বর্তমান সাধারণ    সয়    সন    সন    সও    স    সই
ঘটমান    সইছে,    সচ্ছে    সইছেন,    সচ্ছেন    সইছেন,    সচ্ছেন    সইছ,    সচ্ছ    সইছিস,    সচ্ছিস    সইছি,    সচ্ছি
পুরাঘটিত    সয়েছে    সয়েছেন    সয়েছেন    সয়েছ    সয়েছিস    সয়েছি
অনুজ্ঞা    সউ    সউন    সউন    সও    স  
অতীত সাধা সণ    সইল    সইলেন    সইলেন    সইলে    সইলি    সইলাম
নিত্যবৃত্ত    সইত    সইতেন    সইতেন    সইতে    সইতি    সইতাম
ঘটমান    সইতেছিল,    সচ্ছিলি    সইতেছিলেন,    সচ্ছিলেন    সইতেছিলেন,    সচ্ছিলেন    সইতেছিলে,    সচ্ছিলে    সইতেছিলি,    সচ্ছিলি    সইতেছিলাম,    সচ্ছিলাম
পুরাঘটিত    সয়েছিল    সয়েছিলেন    সয়েছিলেন    সয়েছিলে    সয়েছিলি    সয়েছিলাম,    সইয়াছিলম
ভবিষ্যৎ সাধা সণ    সইবে,    সবে    সইবেন,    সবেন    সইবেন,    সবেন    সইবে,    সবে    সইবি,    সবি  বইব,    সইবো,    সব,    সবো
ঘটমান  ইতে থাকবে   সইতে থাকবেন   সইতে থাকবেন   সইতে থাকবে   সইতে থাকবি   সইতে থাকব
পুরাঘটিত  সইয়া থাকবে
 
য়ে থাকবে
 সইয়া থাকবেন
 
য়ে থাকবেন
 সইয়া থাকবেন
 
য়ে থাকবেন
 সইয়া থাকবে
 সয়ে থাকবে
  সইয়া থাকবি
 
য়ে থাকবি
 য়ে থাকব,   সইয়া থাকব
অনুজ্ঞা   সইবে,  বে   সইবেন,  বেন   সইবেন,  বেন   সইও,  য়ো    

অসমাপিকা ক্রিয়া :          চলিত রীতি :    সইতে,  সইলে,   সইয়া,  য়ে