সংস্কৃত Öক্ষি (ক্ষয় পাওয়া) +অ (অচ্)=ক্ষয় (বিশেষ্য)>বাংলা ক্ষয়>Öক্ষ>Ö
এর ভাবগত অর্থ হলো- ক্ষয় হওয়া, বিনাশ হওয়া, হারানো এই ধাতু থেকে উৎপন্ন সকর্মক ক্রিয়াপদ বাংলাতে ব্যবহৃত হয়
গণ : স্বরান্ত, ১.১.২.১. হ-আদি গণ
এই ক্রিয়ামূল থেকে উৎপন্ন ক্রিয়াপদগুলো তালিকায় নিচে দেওয়া হলো

চলিত রূপ 
কালের নাম নাম পুরুষ মধ্যম উত্তম
সাধারণ
(সে)
সম্ভ্রমাত্মক
(তিনি)
সম্ভ্রমাত্মক
(আপনি)
সাধারণ
(তুমি)
তুচ্ছ
(তুই)
আমি
বর্তমান সাধারণ -
ঘটমান খচ্ছে খচ্ছেন খচ্ছেন খচ্ছ খচ্ছিস খচ্ছি
পুরাঘটিত খয়েছে খয়েছেন খয়েছেন খয়েছ খয়েছিস খয়েছি
অনুজ্ঞা খন খন খও  
অতীত সাধারণ লেন লেন লে লি লা
নিত্যবৃত্ত তেন তেন তে তি তা
টমা খচ্ছিল খচ্ছিলেন খচ্ছিলেন খচ্ছিলে খচ্ছিলি খচ্ছিলা
পুরাঘটিত য়েছিল খয়েছিলেন খয়েছিলেন খয়েছিলে খয়েছিলি খয়েছিলা
ভবিষ্যৎ সাধারণ খবে খবেন খবেন খবে খবি খব
ঘটমা তে থাবে তে থাবেন খতে থাবেন তে থাবে তে থাবি তে থা
পুরাঘটিত খয়ে থাবে খয়ে থাবেন খয়ে থাবেন খয়ে থাবে খয়ে থাবি খয়ে থা
অনুজ্ঞা বে খবেন খবেন  
সাধু রূপ 
কালের না না পুরুষ ধ্যম উত্তম
সাধারণ
(সে)
সম্ভ্রমাত্মক
(তিনি)
সম্ভ্রমাত্মক
(আপনি)
সাধারণ
(তুমি)
তুচ্ছ
(তুই)
আমি
বর্তমান সাধারণ খয়েন, খন খয়েন, খন খও খই, খস
ঘটমান ইতেছে ইতেছেন ইতেছেন ইতেছ ইতেছিস ইতেছি
পুরাঘটিত খইয়াছে য়াছেন য়াছেন য়াছ য়াছিস য়াছি
অনুজ্ঞা ক, খক উন, খন উন, খন  
অতীত সাধারণ খইল খইলেন খইলেন খইলে খইলি খইলাম
নিত্যবৃত্ত খইত খইতেন খইতেন খইতে খইতিস খইতাম
ঘটমান খইতেছিল খইতেছিলেন খইতেছিলেন খইতেছিলে খইতেছিলি খইতেছিলাম
পুরাঘটিত খইয়াছিল খইয়াছিলেন খইয়াছিলেন খইয়াছিলে খইয়াছিলি খইয়াছিলাম
ভবিষ্যৎ সাধারণ খইবে খইবেন খইবেন খইবে খইবি খইব
ঘটমান খইতে থাকিবে খইতে থাকিবেন ইতে থকিবেন ইতে থাকিবে ইতে থাকিবি ইতে থাকি
পুরাঘটিত খইয়া থাকিবে খইয়া থাকিবেন খইয়া থকিবেন খইয়া থকিবে খইয়া থকিবি খইয়া থকি
অনুজ্ঞা ইবে খইবেন খইবেন খইও, খইয়ো খইস, খস  

অসমাপিকা ক্রিয়া :          সাধু রীতি : খইতে, খইলে, খইয়া, খইবার, খওয়া।          চলিত রীতি :  খতে, খলে, খয়ে, খবার, খওয়া


সূত্র :