নি
১. সংস্কৃত কৃৎপ্রত্যয়। এই প্রত্যয় যুক্ত হয়ে যে সকল পদ উৎপন্ন হয়, তার তালিকা দেওয়া হলো-
            
অগ (গমন, বক্র গতি) + নি =অগ্নি


২. বাংলা ক্রিয়াপদ উৎপাদক ক্রিয়ামূল। সংস্কৃত নী ক্রিয়ামূল থেকে এই ক্রিয়ামূল বাংলাতে প্রবেশে করেছে।
            সংস্কৃত
নী (লওয়া)>প্রাকৃত ণী, ণেঅ>বাংলা নি।

এর ভাবগত অর্থ নেওয়া, গ্রহণ করা।
গণ:
স্বরান্ত ক্রিয়ামূল : ১.৩.

এই ক্রিয়ামূলজাত ক্রিয়াপদের তালিকা তুলে ধরা হলো।
 

চলিত রূপ 
কালের নাম নাম পুরুষ মধ্যম উত্তম
সাধারণ
(সে)
সম্ভ্রমাত্মক
(তিনি)
সম্ভ্রমাত্মক
(আপনি)
সাধারণ
(তুমি)
তুচ্ছ
(তুই)
আমি
বর্তমান সাধারণ নে নে নেন না নি নি
ঘটমান নিতেছে নিতেছে নিতেছে নিতে নিতেছিস নিতেছি
পুরাঘটিত নিয়াছে নিয়াছে নিয়াছে নিয়া নিয়াছিস নিয়াছি
অনুজ্ঞা নিক নি নি দা নে  
অতীত সাধারণ নি নিলে নিলেন নিলে নিলি নিলাম
নিত্যবৃত্ত নি নিতেন নিতেন নিতে নিতি নিতাম
ঘটমান নিচ্ছিল নিচ্ছিলেন নিচ্ছিলেন নিচ্ছিলে নিচ্ছিলি নিচ্ছিলাম
পুরাঘটিত নিয়েছিল নিয়েছিলেন নিয়েছিলেন নিয়েছিলে নিয়েছিলি নিয়েছিলাম
ভবিষ্যৎ সাধারণ নেবে নেবেন নেবেন নেবে নিবি নে
ঘটমান নিতে থাকবে নিতে থাকবেন নিতে থাকবেন নিতে থাকবে নিতে থাকবি নিতে থাকব
পুরাঘটিত নিয়ে থাকবে নিয়ে থাকবেন নিয়ে থাকবেন নিয়ে থাকবে নিয়ে থাকবি নিয়ে থাকব
অনুজ্ঞা       নিয়ো নিস  
সাধু রূপ 
কালের নাম নাম পুরুষ মধ্যম উত্তম
সাধারণ
(সে)
সম্ভ্রমাত্মক
(তিনি)
সম্ভ্রমাত্মক
(আপনি)
সাধারণ
(তুমি)
তুচ্ছ
(তুই)
আমি
বর্তমান সাধারণ নে নে নে দাও নিস নিই
ঘটমান নিতেছে নিতেছেন নিতেছেন নিতে নিতেছিস নিতেছি
পুরাঘটিত নিয়াছে নিয়াছেন নিয়াছেন িয়াছ নিয়াছিস নিয়াছি
অনুজ্ঞা নি নি নি দা নে  
অতীত সাধারণ নিল নিলেন নিলেন নিলে নিলি নিলাম
নিত্যবৃত্ত নিত নিতেন নিতেন নিতে নিতিস নিতাম
ঘটমান নিতেছিল নিতেছিলেন নিতেছিলেন নিতেছিলে নিতেছিলি নিতেছিলাম
পুরাঘটিত নিয়াছিল নিয়াছিলেন নিয়াছিলেন নিয়াছিলে নিয়াছিলি নিয়াছিলাম
ভবিষ্যৎ সাধারণ নিবে নিবেন নিবেন নিবে নিবি নিব
ঘটমান নিতে থাকিবে নিতে থাকিবেন নিতে থাকিবেন নিতে থাকিবে নিতে থাকিবি নিতে থাকিব
পুরাঘটিত নিয়া থাকিবে নিয়া থাকিবেন নিয়া থাকিবেন নিয়া থাকিবে নিয়া থাকিবি নিয়া থাকিব
অনুজ্ঞা       নিও, নিয়ো নিস  

অসমাপিকা ক্রিয়া :          সাধু রীতি : নিতে, নিলে, নিয়া।          চলিত রীতি :  নিতে, নিলে, নিয়ে