খা
সংস্কৃত খাদ্>বাংলা খা
ক্রিয়ামূল। এর ভাবগত অর্থ হলো খাওয়া।
গণ:
স্বরান্ত ক্রিয়ামূল, আকারান্ত, খা-আদি গণ: ১.২.১.২.১
নিচে এই ক্রিয়ামূল থেকে উৎপন্ন ক্রিয়াপদগুলোর তালিকা দেওয়া হলো

চলিত রূপ 
কালের নাম নাম পুরুষ মধ্যম উত্তম
সাধারণ
(সে)
সম্ভ্রমাত্মক
(তিনি)
সম্ভ্রমাত্মক
(আপনি)
সাধারণ
(তুমি)
তুচ্ছ
(তুই)
আমি
বর্তমান সাধারণ খায় খান খান খাও খা খাই
ঘটমান খাচ্ছে খাচ্ছেন খাচ্ছেন খাচ্ছ খাচ্ছিস খাচ্ছি
পুরাঘটিত খেয়েছে খেয়েছেন খেয়েছেন খেয়েছ খেয়েছিস খেয়েছি
অনুজ্ঞা খাক খান খান খাও খা  
অতীত সাধারণ খেল খেলেন খেলেন খেলে খেলি খেলাম
নিত্যবৃত্ত খেত খেতেন খেতেন খেতে খেতি খেতাম
ঘটমান খাচ্ছিল খাচ্ছিলেন খাচ্ছিলেন খাচ্ছিলে খাচ্ছিলি খাচ্ছিলাম
পুরাঘটিত খেয়েছিল খেয়েছিলেন খেয়েছিলেন খেয়েছিলে খেয়েছিলি খেয়েছিলাম
ভবিষ্যৎ সাধারণ খাবে খাবেন খাবেন খাবে খাবি খাব
ঘটমান খেতে থাকবে খেতে থাকবেন খেতে থাকবেন খেতে থাকবে খেতে থাকবি খেতে থাকব
পুরাঘটিত খেয়ে থাকবে খেয়ে থাকবেন খেয়ে থাকবেন খেয়ে থাকবে খেয়ে থাকবি খেয়ে থাকব
অনুজ্ঞা খাবে খাবেন খাবেন খেয়ো খাস্, খাবি  
সাধু রূপ 
কালের নাম নাম পুরুষ মধ্যম উত্তম
সাধারণ
(সে)
সম্ভ্রমাত্মক
(তিনি)
সম্ভ্রমাত্মক
(আপনি)
সাধারণ
(তুমি)
তুচ্ছ
(তুই)
আমি
বর্তমান সাধারণ খায় খান খান খাও খাইস খাই
ঘটমান খাইতেছে খাইতেছেন খাইতেছেন খাইতেছ খাইতেছিস খাইতেছি
পুরাঘটিত খাইয়াছে খাইয়াছেন খাইয়াছেন খাইয়াছ খাইয়াছিস খাইয়াছি
অনুজ্ঞা খাউক খাউন খাউন খাইও খাইস  
অতীত সাধারণ খাইল খাইলেন খাইলেন খাইলে খাইলি খাইলাম
নিত্যবৃত্ত খাইত খাইতেন খাইতেন খাইতে খাইতিস খাইতাম
ঘটমান খাইতেছিল খাইতেছিলেন খাইতেছিলেন খাইতেছিলে খাইতেছিলি খাইতেছিলাম
পুরাঘটিত খাইয়াছিল খাইয়াছিলেন খাইয়াছিলেন খাইয়াছিলে খাইয়াছিলি খাইয়াছিলাম
ভবিষ্যৎ সাধারণ খাইবে খাইবেন খাইবেন খাইবে খাইবি খাইব
ঘটমান খাইতে থাকিবে খাইতে থাকিবেন খাইতে থাকিবেন খাইতে থাকিবে খাইতে থাকিবি খাইতে থাকিব
পুরাঘটিত খাইয়া থাকিবে খাইয়া থাকিবেন খাইয়া থাকিবেন খাইয়া থাকিবে খাইয়া থাকিবি খাইয়া থাকিব
অনুজ্ঞা খাইবে খাইবেন খাইবেন খাইও, খাইয়ো খাইস, খাইবি  

অসমাপিকা ক্রিয়া :          সাধু রীতি : খাইতে, খাইলে, খাইয়া।          চলিত রীতি :  খেতে, খেলে, খেয়ে


সূত্র :