ন
গণ ও ক্রিয়ামূল
গণ:
স্বরান্ত, অসম্পূর্ণ,
নঞর্থক, না-আদি গণ।
'ন' এই গণের একমাত্র ক্রিয়ামূল। চলিতরীতির বাংলাতে এই ক্রিয়ামূলজাত ক্রিয়াপদ
ব্যবহৃত হয়।
সংস্কৃত ন +Öহ
(হওয়া)=নহ (অব্যয়)>Öনহ্>বাংলা
ক্রিয়ামূল Öন।
এর ভাবগত অর্থ হলো- না হওয়া।
সাধু রীতিতে Öনহ
ধাতুজাত ক্রিয়াপদ ব্যবহৃত হয়।
কাল ও পুরুষের
বিচারে এই ধাতুজাত ক্রিয়াপদগুলোর পূর্ণ তালিকা পাওয়া যায় না।
এই কারণে এই ধাতুকে অসম্পূর্ণ ধাতু বলা হয়।
আবার অন্য ধাতু দ্বারা এই অসম্পূর্ণতা দূর করাও যায় না।
নিচে এই ধাতুজাত ক্রিয়াপদগুলো তুলে ধরা হলো।
চলিত রূপ
কালের নাম |
নাম পুরুষ |
মধ্যম |
উত্তম |
|||
বর্তমান |
সাধারণ (সে) |
সম্ভ্রমাত্মক (তিনি) |
সম্ভ্রমাত্মক (আপনি) |
সাধারণ (তুমি) |
তুচ্ছ (তুই) |
আমি |
সাধারণ |
নয় |
নন |
নন |
নও |
নস |
নই |
ঘটমান |
|
|
|
|
|
|
পুরাঘটিত |
|
|
|
|
|
|
অনুজ্ঞা |
|
নন |
নন |
নও |
নে |
|
তথ্যসূত্র:
চলন্তিকা। রাজশেখর বসু। এমসি সরকার অ্যান্ড সন্স প্রাইভেট লিঃ। ১৪০৮।