ক্রিয়ামূল

সংস্কৃত আ+ Öযা (আগমন করা)>প্রাকৃত Öআৱ, Ö>মৈথিলি Öআ, বাংলা  Ö
গণ: স্বরান্ত, অসম্পূর্ণ-অপূরক, ১.২.১.১.১।

এর ভাবগত অর্থ হলো আগমন করাএই
ক্রিয়ামূল থেকে বাংলা অকর্মক ক্রিয়াপদ উৎপন্ন  হয়এই ক্রিয়ামূলজাত পদগুলোতে ধ্বনির আগম ঘটে ফলে আ ক্রিয়ামূলকে অনেক সময় আই ক্রিয়ামূল  হিসাবে মনে হতে পারেপ্রকৃতপক্ষে আই কোন স্বীকৃত ক্রিয়ামূল নয়

সুনীতিকুমার চট্টোপাধ্যায় তাঁর ভাষা-প্রকাশ বাঙ্গালা ব্যাকরণে এই
ক্রিয়ামূল টিকে অসম্পূর্ণ ক্রিয়ামূল  হিসেবে বর্ণনা করেছেন এবং এর পূরক ক্রিয়ামূল হিসাবে আইস ধাতুর উল্লেখ করেছেনকিন্তু সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের এই বিচার যথার্থ নয় কারণ বাংলাদেশের অঞ্চল বিশেষে এই ক্রিয়ামূলজাত ক্রিয়াপদের ব্যবহার লক্ষ্য করা যায়

পূর্ব-বাংলায় এই ধাতুজাত ক্রিয়াপদগুলোকে আঞ্চলিক ভাষা ব্যবহৃত শব্দ হিসাবে ব্যবহৃত হয় যেমন
                আ +ই =আই (আসি)
দাঁড়া, আমি আই
               
আ +ইস্ =আইস (আসিস)কাল একবার আমার বাসায় আইস
                আ +এন =আয়েন (আসুন)
ভিতরে আয়েন

এই ক্রিয়াপদগুলোর প্রয়োগ সাহিত্যকর্মে ততটা পাওয়া যায় নাফলে এই ক্রিয়ামূলজাত ক্রিয়াপদগুলোর সাধু-চলিত ভেদে আদর্শ রূপ গড়ে উঠে নাইপূর্ব-বাংলার কথ্যরীতিতে এই ধাতু থেকে উৎপন্ন যে ক্রিয়াপদের তালিকা পাওয়া যায়, তাকে সাধু-চলিত রীতির মিশ্ররীতি বলা যায়বিশেষ করে ঘটমান বর্তমান, নিত্যবৃত্ত অতীত ও ঘটমান ভবিষ্যতে ক্রিয়াপদে ইত ধ্বনি সাধুরীতকে মনে করিয়ে দেয়

চলিত রূপ 
কালের নাম নাম পুরুষ মধ্যম উত্তম
সাধারণ
(সে)
সম্ভ্রমাত্মক
(তিনি)
সম্ভ্রমাত্মক
(আপনি)
সাধারণ
(তুমি)
তুচ্ছ
(তুই)
আমি
বর্তমান সাধারণ আয়ে আয়েন আয়েন আও আস আই
ঘটমান আইতাছে আইতাছেন আইতাছেন আইতাছ আইতাছিস আইতাছি
পুরাঘটিত আইছে আইছেন আইছেন আইছ আইছিস আইছি
অনুজ্ঞা আউক আউন আউন আইস আয়, আইস  
অতীত সাধারণ আইল আইলেন আইলেন আইলা আইলি আইলাম
নিত্যবৃত্ত আইত আইতেন আইতেন আইতে আইতি আইতাম
ঘটমান আইতাছিল আইতাছিলেন আইতাছিলেন আইতাছিলে আইতাছিলি আইতাছিলাম
পুরাঘটিত আইছিল আইছিলেন আইছিলেন আইছিলে আইছিলি আইছিলাম
ভবিষ্যৎ সাধারণ আইবে আইবেন আইবেন আইবা আইবি আইব
ঘটমান আইতে থাকবে আইতে থাকবেন আইতে থাকবেন আইতে থাকবে আইতে থাকবি আইতে থাকব
পুরাঘটিত আইয়া থাকবে আইয়া থাকবেন আইয়া থাকবেন আইয়া থাকবে আইয়া থাকবি আইয়া থাকব
অনুজ্ঞা আউক আউন আউন আইয়ো আইস, আইবি  

অসমাপিকা ক্রিয়া : আইতে, আইয়া, আইলে


সূত্র :