ক্রিয়ামূল
সংস্কৃত ছাদি-ছাদয়>প্রাকৃত ছায়>বাংলা ছা
এই ধাতুর ভাবগত অর্থ হলো
আচ্ছাদন করা
এই ধাতু থেকে উৎপন্ন সকর্মক ক্রিয়া বাংলাতে ব্যবহৃত হয়
গণ শ্রেণি:  স্বরান্ত ক্রিয়ামূল, আকারান্ত, গা-আদি গণ ১.২.১.২.৩.
ই ক্রিয়ামূল থেকে উৎপন্ন সকর্মক ক্রিয়াপদের তালিকা নিচে দেওয়া হলো
 

চলিত রূপ 
কালের নাম নাম পুরুষ মধ্যম উত্তম
সাধারণ
(সে)
সম্ভ্রমাত্মক
(তিনি)
সম্ভ্রমাত্মক
(আপনি)
সাধারণ
(তুমি)
তুচ্ছ
(তুই)
আমি
বর্তমান সাধারণ ছায় ছান ছান ছাও ছাস ছাই
ঘটমান ছাচ্ছে ছাচ্ছেন ছাচ্ছেন ছাচ্ছ ছাচ্ছিস ছাচ্ছি
পুরাঘটিত চেয়েছে চেয়েছেন চেয়েছেন চেয়েছ চেয়েছিস চেয়েছি
  অনুজ্ঞা ছাক ছান ছান ছাও ছা  
অতীত সাধারণ ছাইল ছাইলেন ছাইলেন ছাইলে ছাইলি ছাইলাম
নিত্যবৃত্ত ছাই ছাইতেন ছাইতেন ছাইতে ছাইতি ছাইতাম
ঘটমান ছাচ্ছিল ছাচ্ছিলেন ছাচ্ছিলেন ছাচ্ছিলে ছাচ্ছিলি ছাচ্ছিলাম
পুরাঘটিত চেয়েছিল চেয়েছিলেন চেয়েছিলেন চেয়েছিলে চেয়েছিলি চেয়েছিলাম
ভবিষ্যৎ সাধারণ ছাবে/ছাইবে ছাবেন/ছাইবেন ছাবেন/ছাইবেন ছাবে/ছাইবে ছাবি/ছাইবি ছাব/ছাইব
ঘটমান ছাইতে থাকবে ছাইতে থাকবেন ছাইতে থাকবেন ছাইতে থাকবে ছাইতে থাকবি চেতে থাকব
পুরাঘটিত চেয়ে থাকবে চেয়ে থাকবেন চেয়ে থাকবেন চেয়ে থাকবে চেয়ে থাকবি চেয়ে থাকব
অনুজ্ঞা ছাবে ছাবেন ছাবেন চেয়ো ছাস্, ছাবি  
সাধু রূপ 
কালের নাম নাম পুরুষ মধ্যম উত্তম
সাধারণ
(সে)
সম্ভ্রমাত্মক
(তিনি)
সম্ভ্রমাত্মক
(আপনি)
সাধারণ
(তুমি)
তুচ্ছ
(তুই)
আমি
বর্তমান সাধারণ ছায় ছান ছান ছাও ছা ছাই
ঘটমান ছাইতেছে ছাইতেছেন ছাইতেছেন ছাইতেছ ছাইতেছিস ছাইতেছি
পুরাঘটিত ছাইয়াছে ছাইয়াছেন ছাইয়াছেন ছাইয়াছ ছাইয়াছিস ছাইয়াছি
অনুজ্ঞা ছাউক ছাউন ছাউন ছাইও ছাইস  
অতীত সাধারণ ছাইল ছাইলেন ছাইলেন ছাইলে ছাইলি ছাইলাম
নিত্যবৃত্ত ছাইত ছাইতেন ছাইতেন ছাইতে ছাইতিস ছাইতাম
ঘটমান ছাইতেছিল ছাইতেছিলেন ছাইতেছিলেন ছাইতেছিলে ছাইতেছিলি ছাইতেছিলাম
পুরাঘটিত ছাইয়াছিল ছাইয়াছিলেন ছাইয়াছিলেন ছাইয়াছিলে ছাইয়াছিলি ছাইয়াছিলাম
ভবিষ্যৎ সাধারণ ছাইবে ছাইবেন ছাইবেন ছাইবে ছাইবি ছাইব
ঘটমান ছাইতে থাকিবে ছাইতে থাকিবেন ছাইতে থাকিবেন ছাইতে থাকিবে ছাইতে থাকিবি ছাইতে থাকিব
পুরাঘটিত ছাইয়া থাকিবে ছাইয়া থাকিবেন ছাইয়া থাকিবেন ছাইয়া থাকিবে ছাইয়া থাকিবি ছাইয়া থাকিব
অনুজ্ঞা ছাইবে ছাইবেন ছাইবেন ছাইও, ছাইয়ো ছাইস, ছাইবি  

অসমাপিকা ক্রিয়া :          সাধু রীতি : ছাইতে, ছাইলে, ছাইয়া।          চলিত রীতি :  ছাইতে, ছাইলে, চেয়ে


সূত্র :