না
ক্রিয়ামূল।
সংস্কৃত √স্না>প্রাকৃত ণহা>বাংলা নহা>না
এর ভাবগত অর্থ হলো স্নান করা।
এই ধাতুজাত অকর্মক ক্রিয়াপদ থেকে সাধু ও চলিত ক্রিয়াপদ ব্যবহৃত হয়ে থাকে
গণ: স্বরান্ত ক্রিয়ামূল, আকারান্ত, ধা-আদি গণ: ১.২.১.২.২
নিচে এই ক্রিয়ামূল থেকে উৎপন্ন ক্রিয়াপদগুলোর তালিকা দেওয়া হলো।
 

চলিত রূপ 
কালের নাম নাম পুরুষ মধ্যম উত্তম
সাধারণ
(সে)
সম্ভ্রমাত্মক
(তিনি)
সম্ভ্রমাত্মক
(আপনি)
সাধারণ
(তুমি)
তুচ্ছ
(তুই)
আমি
বর্তমান সাধারণ নায় নান নান নাও না নাই
ঘটমান নাচ্ছে নাচ্ছেন নাচ্ছেন নাচ্ছ নাচ্ছিস নাচ্ছি
পুরাঘটিত নেয়েছে নেয়েছেন নেয়েছেন নেয়েছ নেয়েছিস নেয়েছি
অনুজ্ঞা নাক নান নান নাও না  
অতীত সাধারণ নাইল নাইলেন নাইলেন নাইলে নাইলি নাইলাম
নিত্যবৃত্ত নাইত নাইতেন নাইতেন নাইতে নাইতি নাইতাম
ঘটমান নাচ্ছিল নাচ্ছিলেন নাচ্ছিলেন নাচ্ছিলে নাচ্ছিলি নাচ্ছিলাম
পুরাঘটিত নেয়েছিল নেয়েছিলেন নেয়েছিলেন নেয়েছিলে নেয়েছিলি নেয়েছিলাম
ভবিষ্যৎ সাধারণ নাইবে নাইবেন নাইবেন নাইবে নাইবি নাইব
ঘটমান নাইতে থাকবে নাইতে থাকবেন নাইতে থাকবেন নাইতে থাকবে নাইতে থাকবি নাইতে থাকব
পুরাঘটিত নেয়ে থাকবে নেয়ে থাকবেন নেয়ে থাকবেন নেয়ে থাকবে নেয়ে থাকবি নেয়ে থাকব
অনুজ্ঞা নাবে নাবেন নাবেন নেয়ো নাস্, নাবি  
সাধু রূপ 
কালের নাম নাম পুরুষ মধ্যম উত্তম
সাধারণ
(সে)
সম্ভ্রমাত্মক
(তিনি)
সম্ভ্রমাত্মক
(আপনি)
সাধারণ
(তুমি)
তুচ্ছ
(তুই)
আমি
বর্তমান সাধারণ নায় নান নান নাও নাইস নাই
ঘটমান নাইতেছে নাইতেছেন নাইতেছেন নাইতেছ নাইতেছিস নাইতেছি
পুরাঘটিত নাইয়াছে নাইয়াছেন নাইয়াছেন নাইয়াছ নাইয়াছিস নাইয়াছি
অনুজ্ঞা নাউক নাউন নাউন নাইও নাইস  
অতীত সাধারণ নাইল নাইলেন নাইলেন নাইলে নাইলি নাইলাম
নিত্যবৃত্ত নাইত নাইতেন নাইতেন নাইতে নাইতিস নাইতাম
ঘটমান নাইতেছিল নাইতেছিলেন নাইতেছিলেন নাইতেছিলে নাইতেছিলি নাইতেছিলাম
পুরাঘটিত নাইয়াছিল নাইয়াছিলেন নাইয়াছিলেন নাইয়াছিলে নাইয়াছিলি নাইয়াছিলাম
ভবিষ্যৎ সাধারণ নাইবে নাইবেন নাইবেন নাইবে নাইবি নাইব
ঘটমান নাইতে থাকিবে নাইতে থাকিবেন নাইতে থাকিবেন নাইতে থাকিবে নাইতে থাকিবি নাইতে থাকিব
পুরাঘটিত নাইয়া থাকিবে নাইয়া থাকিবেন নাইয়া থাকিবেন নাইয়া থাকিবে নাইয়া থাকিবি নাইয়া থাকিব
অনুজ্ঞা নাইবে নাইবেন নাইবেন নাইও, নাইয়ো নাইস, নাইবি  

অসমাপিকা ক্রিয়া :          সাধু রীতি : নাইতে, নাইলে, নাইয়া।          চলিত রীতি :  নেতে, নেলে, নেয়ে


সূত্র :