র
বাংলা ক্রিয়াপদ সৃষ্টিতে ব্যবহৃত ক্রিয়ামূল। এটি
সংস্কৃত ক্রিয়ামূল থেকে উৎপন্ন হয়েছে।
সংস্কৃত
Öরহ্
>বাংলা
Öরহ্>বাংলা
Öর।
এই ক্রিয়ামূলের ভাবগত অর্থ হলো-
থাকা।
গণের নাম :
স্বরান্ত
১.১.২. (ক-আদি
গণ)।
নিচে এই ক্রিয়ামূল থেকে উৎপন্ন ক্রিয়াপদের তালিকা দেওয়া হলো।
চলিত রূপ | |||||||
কালের নাম | নাম পুরুষ | মধ্যম | উত্তম | ||||
সাধারণ (সে) |
সম্ভ্রমাত্মক (তিনি) |
সম্ভ্রমাত্মক (আপনি) |
সাধারণ (তুমি) |
তুচ্ছ (তুই) |
আমি | ||
বর্তমান | সাধারণ | রয় | রন | রন | রও | রস | রই |
ঘটমান | রইছে, রচ্ছে | রইছেন, রচ্ছেন | রইছেন, রচ্ছেন | রইছ, রচ্ছ | রইছিস, রচ্ছিস | রইছি, রচ্ছি | |
পুরাঘটিত | রয়েছে | রয়েছেন | রয়েছেন | রয়েছ | রয়েছিস | রয়েছি | |
অনুজ্ঞা | রউক | রউন | রউন | রও | র | ||
অতীত | সাধারণ | রইল | রইলেন | রইলেন | রইলে | রইলি | রইলাম |
নিত্যবৃত্ত | রইত | রইতেন | রইতেন | রইতে | রইতি | রইতাম | |
ঘটমান | রইতেছিল, রচ্ছিলি | রইতেছিলেন, রচ্ছিলেন | রইতেছিলেন, রচ্ছিলেন | রইতেছিলে, রচ্ছিলে | রইতেছিলি, রচ্ছিলি | রইতেছিলাম, রচ্ছিলাম | |
পুরাঘটিত | রয়েছিল | রয়েছিলেন | রয়েছিলেন | রয়েছিলে | রয়েছিলি | রয়েছিলাম, রইয়াছিলম | |
ভবিষ্যৎ | সাধারণ | রইবে, রবে | রইবেন, রবেন | রইবেন, রবেন | রইবে, রবে | রইবি, রবি | বইব, রইবো, রব, রবো |
ঘটমান | রইতে থাকবে | রইতে থাকবেন | রইতে থাকবেন | রইতে থাকবে | রইতে থাকবি | রইতে থাকব | |
পুরাঘটিত |
রইয়া
থাকবে রয়ে থাকবে |
রইয়া
থাকবেন রয়ে থাকবেন |
রইয়া
থাকবেন রয়ে থাকবেন |
রইয়া
থাকবে
রয়ে থাকবে |
রইয়া
থাকবি রয়ে থাকবি |
রয়ে থাকব, রইয়া থাকব | |
অনুজ্ঞা | রইবে, রবে | রইবেন, রবেন | রইবেন, রবেন | রইও, রয়ো | রস | ||
অসমাপিকা ক্রিয়া : চলিত রীতি : রইতে, রইলে, রইয়া, রয়ে |
তথ্যসূত্র:
চলন্তিকা। রাজশেখর বসু। এমসি সরকার অ্যান্ড সন্স প্রাইভেট লিঃ। ১৪০৮।