বাংলা ক্রিয়াপদ সৃষ্টিতে ব্যবহৃত ক্রিয়ামূল। এটি সংস্কৃত ক্রিয়ামূল থেকে উৎপন্ন হয়েছে।
সংস্কৃত Öহ্ >বাংলা Öহ্>বাংলা Ö

এই ক্রিয়ামূলের ভাবগত অর্থ হলো-  থাকা
গণের নাম : স্বরান্ত ১.১.২. (ক-আদি গণ)।

নিচে এই ক্রিয়ামূল থেকে উৎপন্ন ক্রিয়াপদের তালিকা দেওয়া হলো

চলিত রূপ 
কালের নাম নাম পুরুষ মধ্যম উত্তম
সাধারণ
(সে)
সম্ভ্রমাত্মক
(তিনি)
সম্ভ্রমাত্মক
(আপনি)
সাধারণ
(তুমি)
তুচ্ছ
(তুই)
আমি
বর্তমান সাধারণ   রয়   রন   রন   রও   র   রই
ঘটমান   রইছে,   রচ্ছে   রইছেন,   রচ্ছেন   রইছেন,   রচ্ছেন   রইছ,   রচ্ছ   রইছিস,   রচ্ছিস   রইছি,   রচ্ছি
পুরাঘটিত   রয়েছে   রয়েছেন   রয়েছেন   রয়েছ   রয়েছিস   রয়েছি
অনুজ্ঞা   রউ   রউন   রউন   রও   র  
অতীত সাধারণ   রইল   রইলেন   রইলেন   রইলে   রইলি   রইলাম
নিত্যবৃত্ত   রইত   রইতেন   রইতেন   রইতে   রইতি   রইতাম
ঘটমান   রইতেছিল,   রচ্ছিলি   রইতেছিলেন,   রচ্ছিলেন   রইতেছিলেন,   রচ্ছিলেন   রইতেছিলে,   রচ্ছিলে   রইতেছিলি,   রচ্ছিলি   রইতেছিলাম,   রচ্ছিলাম
পুরাঘটিত   রয়েছিল   রয়েছিলেন   রয়েছিলেন   রয়েছিলে   রয়েছিলি   রয়েছিলাম,   রইয়াছিলম
ভবিষ্যৎ সাধারণ   রইবে,   রবে   রইবেন,   রবেন   রইবেন,   রবেন   রইবে,   রবে   রইবি,   রবি  বইব,   রইবো,   রব,   রবো
ঘটমান  ইতে থাকবে  রইতে থাকবেন  রইতে থাকবেন  রইতে থাকবে  রইতে থাকবি  রইতে থাকব
পুরাঘটিত ইয়া থাকবে
 
য়ে থাকবে
ইয়া থাকবেন
 
য়ে থাকবেন
ইয়া থাকবেন
 
য়ে থাকবেন
ইয়া থাকবে
য়ে থাকবে
 রইয়া থাকবি
 
য়ে থাকবি
 য়ে থাকব,  রইয়া থাকব
অনুজ্ঞা  রইবে,  বে  রইবেন,  বেন  রইবেন,  বেন  রইও,  য়ো    

অসমাপিকা ক্রিয়া :          চলিত রীতি :   রইতে, রইলে,  রইয়া,  য়ে


তথ্যসূত্র: