ব
(ক্রিয়ামূল)
সংস্কৃত √ৱহ্ >বাংলা √বহ্>বাংলা √ব।
ক্রিয়ামূল।
এরভাবগত অর্থ হলো-
থাকা।
গণ-এর
নাম :
স্বরান্ত,
১.১.২. (ক-আদি
গণ)।
নিচে এই
ক্রিয়ামূল
থেকে উৎপন্ন ক্রিয়াপদের তালিকা দেওয়া হলো।
| চলিত রূপ | |||||||
| কালের নাম | নাম পুরুষ | মধ্যম | উত্তম | ||||
|
সাধারণ (সে) |
সম্ভ্রমাত্মক (তিনি) |
সম্ভ্রমাত্মক (আপনি) |
সাধারণ (তুমি) |
তুচ্ছ (তুই) |
আমি | ||
| বর্তমান | সাধারণ | বয় | বন | বন | বও | বস | বই |
| ঘটমান | বইছে, বচ্ছে | বইছেন, বচ্ছেন | বইছেন, বচ্ছেন | বইছ, বচ্ছ | বইছিস, বচ্ছিস | বইছি, বচ্ছি | |
| পুরাঘটিত | বয়েছে | বয়েছেন | বয়েছেন | বয়েছ | বয়েছিস | বয়েছি | |
| অনুজ্ঞা | বউক | বউন | বউন | বও | ব | ||
| অতীত | সাধারণ | বইল | বইলেন | বইলেন | বইলে | বইলি | বইলাম |
| নিত্যবৃত্ত | বইত | বইতেন | বইতেন | বইতে | বইতি | বইতাম | |
| ঘটমান | বইতেছিল, বচ্ছিলি | বইতেছিলেন, বচ্ছিলেন | বইতেছিলেন, বচ্ছিলেন | বইতেছিলে, বচ্ছিলে | বইতেছিলি, বচ্ছিলি | বইতেছিলাম, বচ্ছিলাম | |
| পুরাঘটিত | বয়েছিল | বয়েছিলেন | বয়েছিলেন | বয়েছিলে | বয়েছিলি | বয়েছিলাম, বইয়াছিলম | |
| ভবিষ্যৎ | সাধারণ | বইবে, ববে | বইবেন, ববেন | বইবেন, ববেন | বইবে, ববে | বইবি, ববি | বইব, বইবো, বব, ববো |
| ঘটমান | বইতে থাকবে | বইতে থাকবেন | বইতে থাকবেন | বইতে থাকবে | বইতে থাকবি | বইতে থাকব | |
| পুরাঘটিত |
বইয়া
থাকবে বয়ে থাকবে |
বইয়া
থাকবেন বয়ে থাকবেন |
বইয়া
থাকবেন বয়ে থাকবেন |
বইয়া
থাকবে
বয়ে থাকবে |
বইয়া
থাকবি বয়ে থাকবি |
বয়ে থাকব, বইয়া থাকব | |
| অনুজ্ঞা | বইবে, ববে | বইবেন, ববেন | বইবেন, ববেন | বইও, বয়ো | বস | ||
|
অসমাপিকা ক্রিয়া : চলিত রীতি : বইতে, বইলে, বইয়া, বয়ে |
|||||||
সূত্র :