(ক্রিয়ামূল)
সংস্কৃত √ৱহ্ >বাংলা √বহ্>বাংলা √ব।
ক্রিয়ামূল এরভাবগত অর্থ হলো-  থাকা
গণ-এর নাম : স্বরান্ত, ১.১.২. (ক-আদি গণ)।
নিচে এই
ক্রিয়ামূল থেকে উৎপন্ন ক্রিয়াপদের তালিকা দেওয়া হলো

চলিত রূপ 
কালের নাম নাম পুরুষ মধ্যম উত্তম
সাধারণ
(সে)
সম্ভ্রমাত্মক
(তিনি)
সম্ভ্রমাত্মক
(আপনি)
সাধারণ
(তুমি)
তুচ্ছ
(তুই)
আমি
বর্তমান সাধারণ  বয়  বন  বন  বও  ব  বই
ঘটমান  বইছে,  বচ্ছে  বইছেন,  বচ্ছেন  বইছেন,  বচ্ছেন  বইছ,  বচ্ছ  বইছিস,  বচ্ছিস  বইছি,  বচ্ছি
পুরাঘটিত  বয়েছে  বয়েছেন  বয়েছেন  বয়েছ  বয়েছিস  বয়েছি
অনুজ্ঞা  বউ  বউন  বউন  বও  ব  
অতীত সাধারণ  বইল  বইলেন  বইলেন  বইলে  বইলি  বইলাম
নিত্যবৃত্ত  বইত  বইতেন  বইতেন  বইতে  বইতি  বইতাম
ঘটমান  বইতেছিল,  বচ্ছিলি  বইতেছিলেন,  বচ্ছিলেন  বইতেছিলেন,  বচ্ছিলেন  বইতেছিলে,  বচ্ছিলে  বইতেছিলি,  বচ্ছিলি  বইতেছিলাম,  বচ্ছিলাম
পুরাঘটিত  বয়েছিল  বয়েছিলেন  বয়েছিলেন  বয়েছিলে  বয়েছিলি  বয়েছিলাম,  বইয়াছিলম
ভবিষ্যৎ সাধারণ  বইবে,  ববে  বইবেন,  ববেন  বইবেন,  ববেন  বইবে,  ববে  বইবি,  ববি  বইব,  বইবো,  বব,  ববো
ঘটমান  বইতে থাকবে  বতে থাকবেন  বতে থাকবেন  বতে থাকবে  বতে থাকবি  বতে থাকব
পুরাঘটিত ইয়া থাকবে
 বয়ে থাকবে
ইয়া থাকবেন
 বয়ে থাকবেন
ইয়া থাকবেন
 বয়ে থাকবেন
ইয়া থাকবে
বয়ে থাকবে
 বইয়া থাকবি
 বয়ে থাকবি
 বয়ে থাকব,  বইয়া থাকব
অনুজ্ঞা  বইবে,  ববে  বইবেন,  ববেন  বইবেন,  ববেন  বইও,  বয়ো  ব  

অসমাপিকা ক্রিয়া :          চলিত রীতি :   বইতে, বইলে,  বইয়া,  বয়ে


সূত্র :