ব্যাখ্যা: কাল্পনিক সত্তা হতে পারে কোনো উপন্যাসের চরিত্র, হতে পারে রূপকথা বা পৌরাণিক চরিত্র। বাস্তবধর্মী কাল্পনিক সত্তাগুলোকে বলা হয় লৌকিক সত্তা। এ সকল সত্তাগুলোর নমুনা লৌকিক জগতে প্রত্যক্ষ করা যায়। যেমন- দেবদাস উপন্যাসের 'দেবদাস' চরিত্র। এই চরিত্রটি লেখক শরৎচন্দ্রের কল্পনায় সৃষ্টি। কিন্তু লৌকিক জগতের বিচারে এমন চরিত্র থাকাটা অস্বাভবিক নয়। পক্ষান্তরে রূপকথার রাক্ষস, পৌরাণিক গল্পের দেবতা ইত্যাদি লৌকিক জগতের সত্তা হিসেবে বিবেচিত হয় না। এর পিছনে থাকে অলৌকিক বিশ্বাস বা ভাবনা। ধর্মীয় বিশ্বাসের সূত্রে এই জাতীয় বিশ্বাস অলৌকিক। এই বিচারে কাল্পনিক সত্তাকে দুই ভাগে ভাগ করা যায়।