কর্মক্ষমতা
গুণাবলির
অধিকার (বিশেষভাবে মানসিক গুণাবলি) অর্জন, যার দ্বারা কিছু করা যায় বা করে কিছু পাওয়া
যায়।
ঊর্ধ্বক্রমবাচকতা
{
|
কর্মক্ষমতা
|
জ্ঞান |
মনস্তাত্ত্বিক
ঘটনা |
বিমূর্তন
|
বিমূর্ত-সত্তা
|
সত্তা
|}
ইংরেজি:
ability, power
।
ব্যাখ্যা: মানুষ জ্ঞানের ভিতর দিয়ে
কিছু করার ক্ষমতা অর্জন করে। এই ক্ষমতাকেই বলা হয় কাজ করার সক্ষমতা বা কর্মক্ষমতা।
এর জন্য প্রয়োজন কৌশলগত জ্ঞান ও দক্ষতা। সাধারণভাবে একে বলা হয় ব্যবহারিক জ্ঞান।
-
ব্যবহারিক জ্ঞান
(know-how):
কিছুর জন্য
প্রয়োজনীয় কৌশলগত জ্ঞান ও দক্ষতা।
- সৃজনশীলতা (creativity,
creativeness, creative thinking):
কোনো কিছু সৃষ্টি করার ক্ষমতা।
- সৃজনী
কার্যকলাপ
(creation,
creative activity):
মানুষ সৃজন করে এমন কাজ।
- শৈল্পিক সৃষ্টি
(art, artistic creation, artistic
production): নান্দনিক সৃষ্টি বা
অন্বর্থ সৃষ্টি।
- ছাপচিত্র
(printmaking):
কাঠখোদাই বা সিল্কস্ক্রিন হিসেবে শৈল্পিক
নকশা তৈরিকরণ এবং তা মুদ্রিতকরণ।