পৌরাণিক সত্তা
পৌরাণিক কাহিনির অন্তর্গত যে কোনো সত্তা।
ঊর্ধ্বক্রমবাচকতা {| পৌরাণিক সত্তা | অতিপ্রাকৃতিক বিশ্বাস | কাল্পনিক সত্তা | কল্পনা | সৃজনশীলতা | কর্মক্ষমতা | জ্ঞান | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত-সত্তা | সত্তা |}
ইংরেজি: mythical being

ব্যাখ্যা: পৃথিবী প্রাচীন জনপদগুলোতে স্থানীয়ভাবে পৌরাণিক বিশ্বাসের সৃষ্টি হয়েছিল। পরে এই বিশ্বাসকে ভিত্তি করে গড়ে উঠেছিল নানা ধরনের কাহিনি। এসকল কাহিনিতে বর্ণিত সত্তাগুলোকেই বলা হয়েছে  পৌরাণিক সত্তা। আঞ্চলিকতার বিচারে পৌরাণিক সত্তাগুলো ভিন্ন ভিন্নভাবে পাওয়া যায়। তাই এই পৌরাণিকসত্তাগুলোকে আঞ্চলিকতা বা সংস্কৃতির বিচারে নানাভাগে ভাগ করা হয়ে থাকে। যেমন- হতে পারে, ভারতীয়, গ্রিক, চৈনিক ইত্যাদি।