মন্ (মনিন)
সংস্কৃত কৃৎ প্রত্যয়। এই প্রত্যয়ের নিন্ ইৎ হয় এবং ম ক্রিয়ামূলের সাথে যুক্ত হয়। এই প্রত্যয় যে সকল ক্রিয়ামূলের সাথে যুক্ত হয় এবং তাদের ভিতর যে সকল শব্দ বাংলাতে ব্যবহৃত হয়, তার তালিকা দেওয়া হলো।
কৃ (করা) + মন্ (মনিন)=কর্ম
জন্ (জন্মগ্রহণ করা) + মন্ (মনিন)=জন্ম
বৃন্‌হ দীপ্তি পাওয়া) +মন্ (মনিন্) =ব্রহ্ম।