১. বিভিন্ন দেশের পৌরাণিক কাহিনি অনুসারে দৈবসত্তা হলো- জ্যোতির্ময়, অমর, অলৌকিক ক্ষমতার অধিকারী এমন একটি প্রজাতি বিশেষ। যাঁরা জীব ও জড়জগতের প্রাকৃতিক কার্যকলাপ এবং ইহলোক ও পরলোকের ভাগ্যের নিয়ন্ত্রক −এমন বিশ্বাস করা হয়। দেবতায় বিশ্বাসী জনগোষ্ঠীভেদে−এদের সংখ্যার তারতম্য লক্ষ্য করা যায়। বিভিন্ন সমাজে যত বিষয়ের নিয়ন্ত্রক হিসাবে দেবতা কল্পনা বা বিশ্বাস করে−তার উপর দেবতার সংখ্যা হ্রাস-বৃদ্ধি হতে পারে। এদের ভিতরে নারী-পুরুষে পার্থক্য আছে এবং জৈবিক বা অলৌকিক পদ্ধতিতে সন্তানের জন্মদানের ক্ষমতা আছে। এরা মানুষের কাছে পূজা এবং সম্মান প্রত্যাশা করে থাকে।deity, divinity, god, immortal
সমার্থক শব্দাবলি: ঈশ্বর দেব, দেবতা, দৈবসত্তা, সুর
ইংরেজি:
২. দৈবসত্তার পুরুষবাচক সত্তা।
সমার্থক শব্দাবলি: দেব, দেবতা।
ইংরেজি:
deity, divinity, god, immortal