দৈবসত্তা
বানান বিশ্লেষণ: দ্+ঐ+ব্+অ+স্+অ+ত্+ত্+আ
উচ্চারণ:
d̪oi.bo.ʃɔt̪.t̪a (দৈ.বো.শত্.তা)
শব্দ-উৎস: সংস্কৃত দৈবসত্তা> বাংলা দৈবসত্তা
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

দৈব {দেব { Ö দিব্ (দীপ্ত হওয়া) + অ (অচ্), কর্তৃবাচ্য} + অ (অণ্)} + সত্তা {অস্(হওয়া) +অৎ (শতৃ)=সৎ +তা (তল্)।}

পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {দৈবসত্তা | অতিপ্রাকৃতিক সত্তা | অতিপ্রাকৃতিক বিশ্বাস | বিশ্বাস | প্রজ্ঞা | জ্ঞান | অভিজ্ঞা | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা | }

অর্থ: পৃথিবীর কোন অংশবিশেষ নিয়ন্ত্রক বা জীবনের কোন বিশেষ লক্ষ্য পূরণের নিয়ন্ত্রক বা কোন বিশিষ্ট ক্ষমতার অধিকারী এবং নিয়ন্ত্রক হিসাবে পূজা করা হয় এমন যে কোনো অতিপ্রাকৃতিক সত্তা, যা ধর্মীয় বিশ্বাসের অংশ।
সমার্থক শব্দাবলি: দেব, দেবতা, দৈবসত্তা।
ইংরেজি:
deity, divinity, god, immortal
সূত্র :