অৎ (শতৃ>অন্ত)
সংস্কৃত কৃৎপ্রত্যয়।
এই প্রত্যয়
যুক্ত হলে ক্রিয়ামূলের সাথে অৎ বা অন্ত যুক্ত হয়।
এই প্রত্যয়
যে সকল
ক্রিয়ামূলের সাথে
যুক্ত হয়ে বিভিন্ন পদ তৈরি
করে, তার তালিকা তুলে ধরা হলো।
শতৃ>অৎ
শতৃ>অন্ত
√হস্ (হাস্য করা) +অৎ (শতৃ>অন্ত) + ঈ (ঙীপ্)=হসন্তী