জীব্
সংস্কৃত ক্রিয়ামূল। এর ভাবগত অর্থ হলো- প্রাণধারণ, জীবন। এই ক্রিয়ামূলের সাথে যে সকল প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে, তার ভিতর থেকে বাংলাভাষায় ব্যবহৃত শব্দের তালিকা নিচে তুলে ধরা হলো।
 

√জীব্ (প্রাণধারণ) + অ (ক) =জীব
জীব্ (প্রাণধারণ) +
অক (ণক, ণ্বুল) =জীবক
জীব্ (প্রাণধারণ)  +
অৎ (শতৃ)=জীবৎ
 
জীব্ (প্রাণধারণ)  +
অনীয় (অনীয়রঃ) =জীবনীয়
 জীব্ (প্রাণধারণ)  + অন্ত (ঝ) =জীবন্ত
 জীব্ (প্রাণধারণ) +ইন্ (ণিনি)=জীবী
 
জীব্ (প্রাণধারণ) + ত (ক্ত) =জীবিত
 
জীব্ (প্রাণধারণ) + ক (কন) (স্বার্থে) =জীবক
 
জীব্ (প্রাণধারণ) + ত (ক্ত) =জীবিত
 
জীব্ (প্রাণধারণ) + আতু =জীবাতু
জীব্ (প্রাণধারণ) +
তব্য =জীবিতব্য
জীব্ (প্রাণধারণ) + (ণ্যৎ) =জীব্য

এই ক্রিয়ামূল থেকে উৎপন্ন ণিজন্ত ক্রিয়ামূল জীবি {জীব্ (প্রাণধারণ) +ই (ণিচ)}।